চট্টগ্রাম মহানগর জামায়াত নেতা প্রফেসর আহসান উল্লাহ সাহেবের শহরের বাসার মালামাল পুলিশ ক্রোক করেছে

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১৫:৩৫ রাত

প্রফেসর আহসান উল্লাহর উপর রাষ্টীয় নির্যাতনের তীব্র নিন্দা জানাই...

চট্টগ্রাম মহানগর জামায়াত নেতা প্রফেসর আহসান উল্লাহ সাহেবের শহরের বাসার মালামাল পুলিশ ক্রোক করেছে। ভাড়াটিয়াদের বের করে দিয়ে বিল্ডিংয়ের দখল নিয়েছে।

প্রফেসরের ছেলে বান্না মান্না মাসুদ আমার খুব স্নেহের। বান্নার সাথে একটি ইংলিশ ডিপ্লোমা কোর্সের সঙ্গী ছিলাম সেই থেকে ঘনিষ্টতা। মান্নার মানউন্নয়নে সহায়তার চেষ্টা করেছিলাম। মাসুদকে তার সীমাবদ্ধতার মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টার জন্যে অফুরন্ত স্নেহ করতাম।

প্রফেসর সাহেব তিন ছেলেকে ভালভাবেই মানুষ করেছেন। বড়টা বিবিএ গ্র্যাজুয়েট, মেঝটা ফার্মেসী থেকে গ্র্যাজুয়েট , ছোটটা কম্পিউটার থেকে।

প্রফেসর আহসান উল্লাহ রাজনীতির পাশাপাশি একজন সমাজ কর্মীও বটে। চট্টগ্রাম শহরের নিজ বাসার পাশের মাসজিদটি করার ক্ষেত্রে তার ভুমিকা অনেক। প্রতিষ্টা করেছেন ইমাম বুখারী ইনস্টিটিউট। একটি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন। দীর্ঘদিন শিক্ষকতার মহান পেশায় ছিলেন।

রাজনৈতিক জীবনে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমীর, শ্রমিক কল্যান ফেডারেশনে ছিলেন। চট্টগ্রাম জামায়াতের নায়েবে আমীর । ব্যক্তিগত জীবনে সজ্জন এই মানুষটির সাথে থানা হাজতে কাটিয়েছিলাম ২০১০ এ। জেলখানায় ছিলাম।

আজ এই মানুষটিকে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। ঘরবাড়ি থেকে তার পরিবারকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছে।

আমি প্রফেসর আহসান উল্লাহর উপর রাষ্টীয় নির্যাতনের তীব্র নিন্দা জানাই...। তার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই। তার পরিবারকে বাড়িতে থাকতে দিয়ে আলীগকে তাদের পাপমোচন করতে বলব।

লীগ ভাইয়েরা মনে রাখবেন ...এই পদ্ধতি আপনাদের দিকেও ফিরে যেতে পারে।

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306261
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষকে ঘর থেকে উচ্ছেদ করা তাদের পুরান অভ্যাস!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File