সোনামনিকে দেখিনা... (লোকমানের কবিতা)
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১৩:০৩ রাত
সোনামনিকে দেখিনা...
(লোকমানের কবিতা)
-----
অনেক দিন বাড়ি যাইনা
মাকে দেখিনা আব্বুকে দেখিনা
ভাই বোন নানী সোনামনি কাউকে দেখিনা
অবরোধ হরতালে আবেগ পরাজিত হয়ে
কাপুরুষ হয়ে ঢাকা শহরে বন্দী আছি
ভোরবেলায় শিশির ভেজা ঘাঁসে হেঁটে
খেজুর গাছ থেকে পেড়ে খাইনি নির্মল কাঁচা খেজুররস।
শীতের ভিতরে অশুভ পেট্রোল বোমার আর্তনাদ
ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জেদে
দুইটাকার চাকুরেরা থাকে অনিরাপদে
প্রিয়তমার চোখ ছলছল মাবোনের চোখও
কখন ধেয়ে আসে ১০নম্বর বিপদ সংকেত
পেট্রোল বোমা আর গানপাওডারে ঝলসে গেছে গনতন্ত্র
আইনি প্রতিশোধ আর দেখা মাত্র গুলি
আমার বাংলাদেশকে ধর্ষন করতে চায়
জানি তোমাদের পরাজয়ে হাসবে মানবতা...
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন