সেকুলার ভাইয়েরা বোনেরা ...যুদ্ধের মাধ্যমে আদর্শিক লড়াই শেষ হয়না...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৯ জানুয়ারি, ২০১৫, ০৮:১৬:০০ সকাল

পুলিশ সেনাবাহিনী আদালতের সাথে ইসলামপন্থীদের সংঘাত তৈরী করে ইসলামকে জঙ্গী ধর্ম প্রমান করার প্লট তৈরী করা হচ্ছে।

এদেশের মূলস্রোতের ইসলামপন্থীরা মানে আলীয়া মাদরাসা, কওমী মাদরাসা, জামায়াত-শিবির, ইসলামী ঐক্যজোট, তাবলীগ জামায়াত কেউ এদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আদালত সংশ্লিষ্ট কাউকে আঘাত করে আইন হাতে তুলে নেয়নি।

কিন্তু পুলিশে নাৎসী বাহিনীর আদলে কট্টর দলীয় লোক নিয়োগ করে বিরোধী মতকে হত্যার মাধ্যেমে দলন করলে নিউটনের গতির তৃতীয় সুত্রের মত কিছু ঘটবে বলে আশংকা করি। বিচার বিভাগ নিরপেক্ষ রাখার পরিবেশ না রেখে বাংলাদেশকে অকার্যকর রাষ্টের দিকে ঠেলে দিয়ে কোন দেশের প্রদেশ করার ষড়যন্ত্র হচ্ছে কিনা ভেবে দেখতে হবে।

একুশে টিভির সম্প্রচার বিঘ্ন করা হচ্ছে নানা উপায়ে। দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান বন্ধ করা হয়েছে। দৈনিক আমার দেশ বন্ধ। দৈনিক সংগ্রামে হানা দেয়া হয়েছিল। দৈনিক ইনকিলাব বন্ধ করা হয়েছিল। গনমাধ্যমে প্রচন্ড প্রেসার তৈরী করা হয়েছে। টিভি চ্যানেলগুলোর যে সমস্ত সাংবাদিক পরিচিত রয়েছে তাদের সাথে আলাপ করলে বুঝতে পারি তাদের রুটি রুজি নিয়ে শংকার কথা।

রাজনৈতিক মত পার্থক্যকে ২য় মুক্তিযুদ্ধ হিসেবে বিবেচনা করে অগ্রজ আবদুল গাফফার চৌধুরী কলাম লিখেছেন।বর্তমান সময়কে যুদ্ধের শেষ স্টেজ হিসেবেও বর্ননা করেছেন। যুদ্ধের মাধ্যমে আদর্শিক লড়াই শেষ হয়না। আর্দশের শক্তি থাকলে আদর্শ জয়ী হবেই।

পুলিশ সেনাবাহিনী আদালতের সাথে ইসলামপন্থীদের সংঘাত তৈরী করে ইসলামকে জঙ্গী ধর্ম প্রমান করার প্লট তৈরী করা হচ্ছে। সেকুলার ভাইয়েরা বোনেরা ...যুদ্ধের মাধ্যমে আদর্শিক লড়াই শেষ হয়না...

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302125
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সত্য কেউ কখনও বুঝেনা। সোভিয়েট এর পতন এর মত প্রমান কেউ কেউ দেখেও চোখ বন্ধ করে রাখে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File