একমাত্র সামাজিক দায়িত্ব পালনের মধ্যে দিয়েই শান্তিপূর্ন জনসচেতনতা গড়ে উঠা সম্ভব
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৭ আগস্ট, ২০১৪, ১১:২৮:২২ রাত
একমাত্র সামাজিক দায়িত্ব পালনের মধ্যে দিয়েই শান্তিপূর্ন জনসচেতনতা গড়ে উঠা সম্ভব
-------------------------------
যেদিন পৃথিবীতে মানুষের আর্বিভাব হয়েছিল সে দিন তিনি কি রাজনীতিক ছিলেন ? আদম হাওয়া বা হাবিল কাবিল এর সম্পর্ক কি রাজনৈতিক ছিল?
সমাজের ধারনা কয়দিনের? রাষ্টের ধারনা কত দিনের? সমাজ ধারনার বয়স কত? রাষ্ট ধারনার বয়স কত?
রাজনীতি ক্ষমতা পরিবর্তনে রং পরিবর্তন করে কিন্তু ক্ষমতা পরিবর্তনে পাশের বাড়ির ও বাসার সাথে মানে প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক পরিবর্তন হয়না যদি আপনি রাজনীতিক না হন। আপনার আত্বীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক রাজনৈতিক নয় সামাজিক। পিতা পুত্র স্ত্রী কন্যার সাথে আপনার সম্পর্ক সামাজিক। তাই সামাজিক দায়িত্ব পালনের মধ্যে দিয়েই শান্তিপূর্ন জনসচেতনতা গড়ে উঠা সম্ভব। সম্ভব নীরব নৈতিক পরিবর্তন।
আমরা আমাদের ভাই বোন মা বাবা আত্বীয় স্বজন প্রতিবেশীর প্রতি কতটুকু সামাজিক দায়িত্ব পালন করি? চারপাশের সাথে কি আমাদের সম্পর্ক উঞ্চ?
রাষ্ট ক্ষমতার পরিবর্তনে আপনার গ্রামের নেতৃত্ব কি পরিবর্তন হয়? গ্রামের মুরুব্বীরা তাদের কু সু যোগ্যতা দিয়ে আমৃত্যু নেতৃত্ব দেন। আপনার পরিবারের সমাজের উত্তরসুরীরা মোটামুটি চিহ্নিত। এই পালাবদল শান্তিপূর্ন স্বাভাবিক। সমাজের পূর্বসুরীর গুনগুলো উত্তরসুরীরা পেয়ে যাচ্ছে। সুতরাং ব্যক্তি পরিকল্পনায় আনার সাথে তার পরিবারকে পরিকল্পনায় আনতে হবে। সাথে তার সমাজকে। সমাজের ভিতরে সমাজ গঠন করতে হবে। সে বিশুদ্ব সমাজ বড় হবে একদিন।
একজন ব্যক্তিকে পরিকল্পনায় নিয়ে তার সাথে অন্য পরিকল্পনার আরো এক ব্যক্তি যুক্ত হয়ে একটি ভঙ্গুর সম্পর্ক তৈরী করে যা পরিপার্শ্বিক আবহাওয়ায় টিকে থাকলে থাকল জাতীয়। কিন্তু সমাজের সম্পর্ক ব্যক্তির অবস্থান পরিবর্তনেও অটুট ও দীর্ঘমেয়াদী।
তাই কাজের অন্যতম ক্ষেত্র হওয়া উচিত সমাজ যার সঠিক অবস্থানে ব্যক্তির রাজনৈতিক অবস্থান বেশী গুরুত্বের থাকেনা।
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন