সকল ধর্মের ইয়াং জেন্টস এন্ড লেডিদের দৃষ্টি আকর্ষন করছি...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৩ আগস্ট, ২০১৪, ১২:৪৮:২৫ দুপুর
সকল ধর্মের ইয়াং জেন্টস এন্ড লেডিদের দৃষ্টি আকর্ষন করছি...
সোশ্যাল ভ্যালুস প্রমোট করার কাজ করার জন্যে আপনাকে পাশে পেতে চাই। এই দেশ এবং সমাজ আমাদের। আমাদেরকে ভারত পাকিস্তান সৌদিআরবে চলে যাওয়ার সুযোগ নেই। সুতরাং ধর্ম এবং রাজনীতিকে তার জায়গায় থাকতে দিয়ে এই সমাজের জন্যে কাজ করে উন্নততর সমাজ গঠন জরুরী। এই সমাজেই আমাদের প্রিয়জনেরা থাকেন। আমাদের নিজের জন্যে প্রিয়জনের জন্যে সমাজ গঠনে কাজ করা জরুরী। একজন সন্ত্রাসী একজন ঘুষখোর আমি আপনি সকল ধর্মের লোকদের জন্যেই ক্ষতিকর। তাই প্রিভেনশানই জরুরী। অপরাধপ্রবন মনন তৈরী হতে না দেয়াটাই একটি বড় কাজ। আর এই জন্যে সকল ধর্মের শ্রদ্ধার সাথে অবস্থান করে সমাজ গঠনে কাজ করা জরুরী। আমাদের বাপ দাদারা দেশের জন্যে অনেক কাজ করেছেন। এবার আমাদের পালা...
হে মুসলিম হিন্দু বৌদ্ধ খিস্টান পাহাড়ী তরুন তরুনীরা ...
আমাদের মাঝে একসাথে কাজ করে মানবতাকে উচ্চকিত করার বিরল সুযোগ রয়েছে। এক্সট্রিমিজম আপনার আমার কারো জন্যে ভাল নয়। আসুন হাতে হাত মিলাই।
পৃথিবী ওয়ান ওয়ে। চলে গেলে ফেরত আসার সুযোগ নেই। আসুন পৃথিবীতে আমাদের জীবনের জার্নিতে একসাথে চলি। আমাদের মধ্যে যে গুলো মিল তার জন্যে কাজ করি। মতের ভিন্নতার বিচিত্রতা থাকতেই পারে। আপনার স্রষ্টার প্রতি আনুগত্যর বাহ্যিকতা ভিন্ন হতে পারে ..খেয়াল করে দেখুন আমাদের অনুভূতি গুলো এক। একই লাল রক্ত। আপনার রক্ত চিকিৎসা জনিত কারনে ব্লাড ব্যাংকগুলো থেকে ভিন্ন ধর্মের লোকদের কাছে যে যায়নি তার কোন গ্যারান্টি দিতে পারবেন? আমরা একে অপরের ফলানো শাকসবজি খাই। আপনার পুকুরের মাছ আমিও খাই আমার পুকুরের মাছ আপনি খান। আপনার স্বজনের একসিডেন্টের মৃত্যুতে আমিও ওহ! বলে কুকড়ে উঠি।আপনিও তেমন করে উঠেন। আপনার আমার চোখের পানিগুলো লোনা...আপনার আমার হাসি উচ্ছাসগুলোও একই। মুসলিম সংখ্যগরিষ্ট দেশে ঈদে আপনি হাসপাতাল সহ জরুরী কাজে ডিউটি করেন আর আপনার পুজা পার্বনে মুসলিমরা হাসপাতাল সহ জরুরী জায়গায় ডিউটি করে। আপনার আর আমার পাশাপাশি বসবাস।
দেখুন না একবার চেষ্টা করে আমাদের একে অপরের হাত ধরতে পারি কিনা।
হাত ধর আর নাই ধর তবুও সকলেই ভাল থেক।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স হ ম ত
জাযাকুমুল্লাহ
ভঙ্গীর যতোসব আড়তডারী, আড়তেই তো পইড়া রইছে ... কেউ খায় না!
কোন লাভ নাই এসবে, নিজেরা ভালো হওয়ার চেষ্টা করুন, আগে নিজেদের অভাগা ভাই-বোনদের দিকে তাকান!
আত্মকেন্দ্রীক একটি নতুন প্রজন্ম পারস্পরিক সহযোগিতার মুল্য কখনও বুঝেনা।
মন্তব্য করতে লগইন করুন