তুমি প্রেমিক নেতাই বটে...(উৎসর্গ ডঃ মাসুদকে)

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৯ আগস্ট, ২০১৪, ০৮:৩৮:৪৪ রাত

প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর।

যা কিছু সুন্দর তাতে আছে প্রেম।

যেখানে সৃষ্টিশীলতা সেখানেই প্রেম

যেখানে সৃজনশীলতা সেখানেই প্রেমের অস্তিত্ব।

যেখানে নতুন কিছু তৈরীর উন্মাদনা সেখানেই প্রেমের হারঁ না মানা কলরব।

যেখানে পরোপকার সেখানেই প্রেমের বিজয়োল্লাস।

যেখানে অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজী রেখে বজ্রমুষ্ঠিতে মিছিলে ঝাপিয়ে পড়ে কেহ

সেখানে প্রেম সাগরের বর্নিল স্রোতের উত্তাল তরংগ নাচ দেখি।

ডায়েসে দাড়ানো ব্যক্তির কন্ঠে ধ্বনিত হয় যদি এমন আশ্চর্য মনোলাভা

যা ধারন করে তরুনতরুনী হয় মানুষের মত মানুষ হওয়ার জন্যে পুলকিত

সেখানে প্রেম এক আলোর ফোয়ারা যার আভায় তো স্রষ্টার রঙ্গের নুর।

পুলিশের নির্দয় গুলির আওয়াজ শাঁ করে বুকবিদীর্ন করার অজুত সম্ভাবনা যেখানে

সেখানে তোজোদীপ্ত দুরন্ত প্রতিবাদ যাত্রা ..

সেখানেই তো উদ্ভাসিত উন্নত প্রেম

যে প্রেমের পিছনে আবেদনময়ী ঘরে পড়ে থাকে প্রিয়তমা সুন্দরীর করুন চোখ।

তুমি প্রেমিক নেতাই বটে...

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256041
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:০৪
সুশীল লিখেছেন : চাপাবাজি কম করেন
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:১১
199583
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আমনের দেহি চাপাবাজি বেপুক অভিজ্ঞতা..নাইলে বুঝছেন কেমতে
256097
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File