দুই হিন্দুমেয়ে...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৩ আগস্ট, ২০১৪, ০৫:২৩:০৩ বিকাল
দুই হিন্দুমেয়ে...
গতকাল অফিস থেকে বের হয়ে গলির ভিতরের গরীবি বেশভূষার চায়ের দোকানে বসলাম। ট্রায়ার্ড ছিলাম অনেক। গরম ডালপুরী ভাজা হচ্ছে তাই খাওয়ার অপেক্ষায়। দুটি পিচ্চি মেয়ে চা নাস্তা করছে।বয়স এসএসসি+ সম্ভবত। গল্প করছে পাশের বুড়ো একজনকে নানা নানা ডেকে।ওদের গল্প থেকে শুনলাম দুই বান্ধবী মহিলা ম্যাচে থাকে । একজনের মাথায় সিদুর দেখে কপাল কুচকে গেল আমার। তার মোবাইলে একটি ছেলের কল আসল।ছেলেটিকে বলল সে তার বান্ধবীকে নিয়ে আসবে। চালচলন কথার ধরন বাহ্যিকতায় বুঝা যাচ্ছে নিম্মমধ্যবিত্ত।
পাশের আরেক যুবক শান্ত ও বাচাল মেয়েটির সাথে ভাব জমানোর চেষ্টা করতে থাকল। তাদের আলাপচারিতায় শুনলাম তার জামাই ৫/৬ টা টিউশনী করে আর ইউল্যাবে ফার্মেসীতে পড়ে।দুইজন দুই জায়গায় থাকে বাসা ভাড়া নেয়ার টাকা নেই বলে। বাড়ি থেকে সাপোর্ট খুবই অল্প।
মেয়েটি গল্প করছে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে। কিছুটা প্রেম । মেয়েটা বলল সঙ্গী একজন দরকার তো!
অফটপিক: ছেলে মেয়েদের জৈবিক চাহিদার কথা অভিভাবকেরা বিবেচনায় না নিলে ও ছেলে মেয়ের সাথে কিছুটা হাসিখুশি ইজি কিছুটা খোলামেলা হতে না পারলে একদিন দেখা লাগতে পারে "ছেলে মেয়ে আপনার নেই"।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন