সংগ্রাম আমার পিছু ছাড়েনি
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৫ জুন, ২০১৪, ০৬:৩৬:৫৯ সন্ধ্যা
সংগ্রাম আমার পিছু ছাড়েনি
মাঝে মাঝে হাপিঁয়ে উঠেছি বিশ্রাম পেতে ইচ্ছা করেছে
তবুও সংগ্রাম পিছু ছাড়েনি
বাতিলের রক্তচক্ষু কখনোবা মুখোশধারীদের কালো নীরব থাবা
গ্রীবা স্পর্শ করেছে পরাজিতও হয়েছে তারা
একেকটি যুদ্ধের প্লট শেষে বিশ্রাম পেতে ইচ্ছা করেছে
কিন্তু সংগ্রাম আমার পিছু ছাড়েনি
বয়সে দ্বিগুন তিনগুন বড়রাও টুটি চেপে ধরতে চেয়েছে
স্রষ্টা তাদের হাতকে শ্লথ করে দিয়েছে পরাজিত করেছে
এরপর বিশ্রাম নিতে চেয়েছি.. পারিনি
সংগ্রাম আমার পিছু ছাড়েনি
কখনো গ্রামের রাস্তা মাসজিদের জন্যে সংগ্রাম
কখনো সাধারন ছাত্রসমাজের ন্যায় সংগত অধিকার আদায়ের জন্যে
পাগল হয়েছি ক্ষুদ্ধ হয়েছি লড়েছি
কখনোবা সাধারন মানুষের জন্যে
সমাজপতিদের কমিশন বানিজ্যের বিপক্ষে লড়েছি
জুলুমবাজ ও ভদ্রবেশী জুলুমবাজরা বর্শাহাতে আমাকে খুজেছিল
আল্লাহ অনেককে পরাজিত করেছেন
বিশ্বাস করুন আমি বিশ্রাম পেতে চেয়েছি
নতুন নতুন সংগ্রাম, আমাকে খুজে বের করে নিয়োগ করে দিয়েছে
আমি সংগ্রাম ছাড়তে চেয়েছি প্রেম করতে চেয়েছি
প্রেম আমার কাছে ঘেষেঁনি
বিপ্লবের বারুদ জ্বলে উঠে বারবার
কি করব বলুন ..সংগ্রাম আমার পিছু ছাড়েনা।
বিপ্লব আর প্রেমের যুগল উল্লাসে ধরনী রাঙ্গাতে চেয়েছি
প্রেম হারিয়ে গেছে বিপ্লবের রাজারানী কুর্নিশ করেছে
সংগ্রামের কাছে মাফ চেয়েছি তবুও সংগ্রাম আমার পিছু ছাড়েনি
স্বপ্নে সংগ্রাম শয়নে সংগ্রাম চব্বিশ ঘন্টার নড়াচড়ায় সংগ্রাম
প্রতিবেশীর জন্যে, দুর্বল বঞ্চিতের জন্যে সংগ্রাম আমাকে হাতছানি দেয়
ফেরাউন নমরুদ, কামাল আতাতুর্ক আর হাজ্জাজ সাহেবের দাপট
কখনো ভয় লাগেনি
জীবন মৃত্যুর একটিই সুতাতো!!!!!!!!!
রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ।
স্রষ্টাকে ভয় কর...সংগ্রাম তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে
সত্যসংগ্রামের বিরোধিতা করনা
জীবনের ফুটপাতে স্রষ্টা ভস্ম, খড়কুটো করে ফেলে রাখবে তোমাকে।
আপনার জানা থাকা উচিত
লা ইলাহা ইল্লাল্লাহ।
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেন বেছে নিলে এ বিপদ
জবাবে তখন বলি
মৃদু হেসে যাই চলি
বুকে মোর আছে হিম্মত!
মন্তব্য করতে লগইন করুন