বৃত্তাবন্দী বৃহত্তর ইসলামী আন্দোলন।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৫ জুন, ২০১৪, ০৩:৩২:২৬ দুপুর



বৃহত্তর সংগঠন থেকে সাবেক ছাত্র দায়িত্বশীলদের উপদেশ

প্রথম উপদেশ: আসেন মানউন্নয়ন করি।

--ভাই মান উন্নয়ন কিভাবে হবে?

--কেন... বিষয় ভিত্তিক কুরআন হাদীস পড়ে ফেলেন। আর বই নোট গুলো আবার দেখেন।

--- ভাই এটা তো মানউন্নয়ন না।এটাতো বই রিভাইস করা। নতুন কোন পড়া থাকলে বলেন।

-- দুর ভাই!!!! আবার পড়েন।ৎ

--আচ্ছা ব্ই কোনগুলো?

--এই হেদায়াত, ইসলাম ও জাহেলিয়াত, দাওয়াত ও কর্মনীতি, সত্যের সাক্ষ্য, নৈতিক ভিত্তি, সংস্কৃতির মর্মকথা.............................

........

--ভাই সব তো একজনের বই।

--কেন... গঠনতন্ত্র আছে তো।

--ভাই অন্য বই বলেন। এই গুলা এই জগতে অনেকবার পড়ার টাইম নাই।

--দুর ভাই! বেশী কথা বলেন। বেশী বুঝা ভালনা।

(এইটা একটা গোপন কথা । কাউকে বলবেননা)

২য় উপদেশ:

মৌলিক প্রোগ্রাম করেন।

--কি প্রোগ্রাম ?

--এই তো সামষ্টিক পাঠ কুরআন তালিম। বৈঠকাদি।

--আচ্ছা। কি নিয়ে পাঠ আর তালিম?

--জ্বি...সার্কুলার দেখেন...

--***ভাই আর কতদিন অন্যের প্রেসক্রাইভ করা রুটিনে চলব?***

--ভাই করেননা প্লিজ....

--আসেন পাঠচক্র করি।

-- কি নিয়ে? ও.... কর্মনীতি।

--ভাই এটা তো অসংখ্যবার পুলাপাইনকে পড়াইছি।

-- দুর আবার পড়েন...

--দুর ভাই এইটা না। অন্য বইয়ের কথা বলেন।

--আগে সিলেবাস শেষ করেন।

--ভাই কিসের সিলেবাস?

--এইটা তো শেষ করা। আর ছোট ছোট বই পড়ুমনা।

---আপনারে নিয়া আর পারা গেলনা।

(এটাও গোপন কথা। আওয়ামীলীগে জানলে ক্ষতি হইতারে। কই দিয়েননা যেন)

৩য় উপদেশ:

দাওয়াতী কাজ করেন।

--কাকে করব?

--আগে সাবেক ছাত্র কর্মীদের দেখেন।

--ভাই দাওয়াত হয় তো ননমুসলিমরে। যে ইসলাম বুঝেনা তারে।

--ভাই এদের একটিভ করা চ্যালেঞ্জ।

-- ভাই উনারা একটিভ হবেনা। উনাদের বিপ্লবের রক্তগুলো মেরে ফেলেছেন।

---দুর ভাই ...নেগেটিভ কথা কইয়েননা।

ও আচ্ছা। .....

***ও বুঝছি ..দাওয়াত হবে নিজেরা নিজেরা। মৌলিক প্রোগ্রামও নিজেরা নিজেরা।****

ভাই এয়ানত দেন?

দিই বড় ভাই। ছাত্রদের কয়েকটি শাখায় দিই। বিশেষ কালেকশানও দিই।

মুরুব্বীদেরও দিই।

আলহামদুলিল্লাহ। ..........আলহামদুলিল্লাহ।

জরুরী ফান্ডে?

দিছি বড় ভাই।

আলহামদুলিল্লাহ।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235119
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:০৮
Anwarulhaque67 লিখেছেন : খুব সুন্দর লিখেছেন। লিখতে থাকুন।
235123
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:২০
আবু জারীর লিখেছেন : আছেন খালি গ্যাজানের তালে। নিজে ভাবেন, নতুন কিছু করেন।

বৈঠক করা এখন টাফ। বাস্তবতার আলোকে পারিবারিক ইউনিট চালু করতে হবে।

সামষ্টিক পাঠ হবে পেপার কাটিং এর উপর।

পাঠ চক্র করতে হবে বাজেটের উপর।

কালো টাকা সাদা করার হাকিকত নিয়ে হবে আলোচনা চক্র।
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:৩৫
186460
অনুরণন লিখেছেন : থাম্বস আপ
235170
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
শফিউর রহমান লিখেছেন : লেখাটার কনক্লুশন কি?
উদ্দেশ্যই বা কি?
এত ফ্রাস্টেটেড কেন?
235300
১৬ জুন ২০১৪ সকাল ০৫:৩৮
ইবনে হাসেম লিখেছেন : যে কোন বিচারে জামায়াত দেশের একটি গণতান্ত্রিক দল, সংবিধান মেনে চলা দল। আপনার অভিযোগ থাকলে তা দলের সভা, মজলিশে শুরার সভায় তা বলেন। আপনার অভিযোগগুলো নিয়ে আলোচনার পর, তা নিয়ে পরবর্তীতে নির্বাচনে দলের মজলিশে শুরার সদস্যদের প্রভাবিত করে নিজের পক্ষে আনেন। এভাবে তা দলের পরবর্তী কার্যক্রম পরিবর্তনে গণতান্ত্রিকভাবে সহায়ক হবে। আপনি যেভাবে পথে ঘাটে সমালোচনা করছেন, সেটা দেশের এই সংকটময় মূহুর্তে, দলের সম্মিলিত শক্তিকে দুর্বল করা ছাড়া দ্বিতীয় কোন উপকার করবে বলে মনে হয় না।
সো, প্লিজ বি সেন্সিটিভ।
১৬ জুন ২০১৪ সকাল ০৭:৫৪
181889
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ওকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File