সংগঠনপ্রভাবাধীন ফ্যামিলি মেম্বারদের মানউন্নয়ন কম হওয়ার কারন।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৫ জুন, ২০১৪, ০৮:১১:৪৪ সকাল
সংগঠনপ্রভাবাধীন ফ্যামিলি মেম্বারদের মানউন্নয়ন কম হওয়ার কারন ও প্রতিকার।
--------------------------------
দাওয়াতের ময়দানে তিন প্রকার ফ্যামিলি দেখা যায়।
১. বিরোধী ২. বিরোধীও না পক্ষেও না। ৩. পক্ষের।
তিন ক্যাটাগরীর জন্যে দাওয়াত তিন রকম।
কারন:
১.যারা পক্ষের তারা শুধু পজিটিভ বিষয় গুলো নয় ভিতরের অনেক নেগেটিব বিষয়ও জেনে যায়। যে গুলো তাদের প্র্যাকটিসিং ও সংগঠন করার ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায়।
২.সবসময় ইসলামের কথা শুনার কারনে মাঝে মাঝে নিরানন্দতা ভর করা অস্বাভাবিক নয়।
৩. সংগঠনভূক্ত পরিবারের দায়িত্বশীল লোকজন ব্যস্ত থাকাতে পরিবারকে সময় না দিতে পারাও একটা বড় কারন।
৪.অনেক সময় সংগঠনভূক্ত পরিবারের সদস্য অনেক ইন্টারনাল পলিটিকস দেখে ফেলে যা তাদের প্র্যাকটিসিং বিমূখ করে। সংগঠনের প্রতি অনীহা তৈরী করে।
৫.সংগঠনের উর্ধ্বতন দায়িত্বশীলদের বাসায় আনাগোনা থাকার কারনে উপশাখা সভাপতিরা সংগঠনপ্রভাবাধীন ফ্যামিলির লোকজনকে মানউন্নয়ন করতে পারেননা।
৬. রসকসহীন জায়গায় বিনোদন খুজে না পাওয়াতে উৎসাহবোধ করেনা।
৭. সংগঠন প্রভাবাধীন ফ্যামিলির দায়িত্বশীল ব্যক্তি সংগঠনের জন্যে পরিশ্রম দেখে অন্য মেম্বাররা ভয় পেয়ে যায়।
৮. বিরোধীরা সংগঠনভূক্ত ফ্যামিলিকে গোপনে টার্গেট করে।
৯. সংগঠন করে এমন লোক দ্বারা সংগঠনের অন্য লোকদের অন্যায়ভাবে ক্ষতিগ্রস্থ হওয়াও একটা বড় কারন।
সংগঠনভূক্ত ফ্যামিলিগুলো যেহেতু দাওয়াতে পজিটিভ নেগেটিভ প্রভাব রাখে সেহেতু এই জায়গায় কাজ করার জন্যে আলাদা দাওয়াতি উইং দরকার।
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছু জানতে পারলাম
লিখে যান আপনার
মতো
||
ছোটখাট কাজের গ্রুপ থাকলে এড্রেস দেন, যোগ দেই।
১.পাঠচক্র(একটা গ্রুপ হয়ে স্কলারের ভূমিকা রাখার ট্রাই করা।)
২.মেয়েদের জন্যে ডরমিটরী করা) ওফ্যামিলি নেটওয়ার্ক
৩.ক্লাব নেটওয়ার্ক
৪.মিডিয়া ও ফিল্ম।
মন্তব্য করতে লগইন করুন