স্ত্রীর পরকীয়ায় কাদঁলেন স্বামী...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৩ জুন, ২০১৪, ০৭:০৫:৫৭ সকাল

স্ত্রীর পরকীয়ায় কাদঁলেন স্বামী...

৩০শে মে হামীম গ্রুপে জব করে আমার থেকে বয়সে বছর তিনেকের বড় এবং এক সন্তানের জনক এমন একজন স্ত্রীর পরকীয়ায় আলাপচারিতাতে আমার কাছে কেঁদে গেলেন। সাজেশান চাইলেন।স্ত্রীর প্রেমিক লীগ নেতা। যখন স্ত্রীর প্রেমিক বলে আমি তোমার বউয়ের লগে

এই করেছি সেই করেছি সব করেছি তখন যে কোন সুপুরুষেরই মাথায় খুন চেপে বসার কথা। স্বামী বেটা যায় অফিসে বায়িং হাউজে। আর স্ত্রী পুরোদিন অন্যজনের সাথে। ফেবু... মোবাইল... পার্ক চাইনিজে ঘুরাঘুরি,,.... ভালতো ভালনা।

পুরুষ নির্যাতনের বিরুদ্ধে ভয়েস জোরালো ভাবে রেইস করা সময়ের দাবী। পারসুনালিটির কারনে আর কতদিন পুরুষ বউয়ের জ্বালায় গুমড়ে মরবে? সমস্যাগুলো শেয়ারিং করুন... একটি ভলান্টিয়ার দল পিশাচ টাইপ নারী থেকে পুরুষ ও সমাজকে বাচানোর জন্যে জোর ক্যাম্পেইন করা উচিত।

আজ কাবিনের টাকা নারীকে দিয়ে দেয়া মানে পুরুষরা নিজেকে ইনসিকিউরড করা। ব্যস্ত জবলাইফ মানেই বউয়ের পরকীয়া, একাকী সংসার মানেই পরকীয়ার পরিবেশ তৈরী হওয়া, পোস্ট পেইড মোবাইল সিম না হওয়া মানে বউয়ের পরকীয়া, ফেইসবুক ইমেইলের পাসওয়ার্ড না জানা মানে বউয়ের পরকীয়া।

আশে পাশের বাসা বিল্ডিংয়ের সাথে সম্পর্ক রাখুন। চোখ কান খোলা রাখুন। সঙ্গীর প্রতি যত্নবান হোন। সম্ভব হলে বিয়ের পূর্বে মেয়ের মোবাইলের কললিস্ট চ্যাক করুন। দুরতম সম্পর্কের গন্ধ পেলে বিয়ে করারই দরকার নাই। কামিনের টাকা কম করুন। বিয়েতে খরচ কমিয়ে ফেলুন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবে ঝড় সামলাতে পারবেননা। ব্যায়ের লাইয়েবিলিটিস যেহেতু আপনার সেহেতু অধিক যোগ্যদের এড়িয়ে চলুন। চাকরামী আর বলদগিরি করতে করতে একসময় ছাদে উঠে কাদঁবেন। হাপিয়ে উঠবেন। এ এক বড় ঝড়। ইসলামপন্থী অইসলামপন্থী পুরুষ সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে এই জোয়ার....

কারন দ্বীনের কাজ করতে গেলে যেহেতু দীলের কাজ হয়ে যাবে সেহেতু জাতির নারীদের নিশ্চিন্তে সেকুলারদের বর্গা দেয়া হোক।

বিষয়: বিবিধ

১৫৬১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229833
০৩ জুন ২০১৪ সকাল ০৮:০৫
চোরাবালি লিখেছেন : কিছু বললেও আর নারী নেত্রীরূপী বেষ্যারা হামলে পড়ে নারী নির্যাতন বলে সাথে যোগ হয় আমাদের পুরুষত্বহীন পুরুষ সমাজ।
229840
০৩ জুন ২০১৪ সকাল ০৯:০৫
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : সমাজ আজ পরকীয়ায় আচ্ছন্ন,
শুধু স্ত্রীর দোষ দিলেই হবেনা, এখানে স্বামীরো কিছু দোষ আছে,
নতুবা দেখতে হবে তাদের বিয়ের ধরনটা কোন ধরন ছিল?
তারা কি প্রেম করে বিয়ে করেছে অনেকে আবার মা বাবাকে না জানিয়েই বিয়ে করে বলে যে এটা তোমার বউ মা।
অনেকে আবার নিজের ইচ্ছানুযায়ী বিয়ে করতে গিয়ে তার মাবাবাকে কষ্ট দেন,
এই ধরনের বিয়ে গুলো পরকীয়াশীল হয়,
আবার সব ঠিক আছে কিন্তু মেয়ের পরিবেশগত কারনেই এইভাবে হয়ে থাকে।
সব ক্ষেত্রে চোখ কান খুলা রাখতে হবে পরিবারের সবার।
কারন এখন অশ্লীল ফিল্ম গুলো এখন রন্দ্রে রন্দ্রে ঢুকে গেছে
যার কারনে আমাদের মতো মুসলিম পরিবারো পশ্চিমা পরিবারের মতো হচ্ছে,
শর্ট টাইম , পার্ট টাইম, ইজি টাইম সম্পর্কের কারনে এই অবস্থা আমাদের,
আপনার মুল্যবান পোষ্টটা পড়ে অনেক কিছু ভাবা যায়, করা যায় কিন্তু সমাধানযোগ্য নয়, কারন সবাই এখন এই কাজে ব্যস্থ
একটা কৌতুক বলি
একটা ছোট বাচ্চা তার বইতে পড়লো যে প্রত্যেক মানুষের কোন না কোন ব্যক্তিগত দোষ থাকে যেটা কেউ জানেনা
তো সে মনে মনে ভাবলো একটা পরীক্ষা করলে কেমন হয়
সে প্রথমে তার মাকে গিয়ে বলো মা! আমি জানি তুমি কী করেছো!
মা তো হতবাক, কী তুমি দেখেই ফেলেছো? ছেলে আমার তোমার হাতে ধরি, প্লিজ তুমি কাউকে বলনা, এই নাও তুমি পঞ্চাশ টাকা, তুমি তোমার বাবাকে বলিওনা, যেটা তুমি দেখেছো
ছেলেতো মহা খুশি
এই বার গেলো তার বাবার কাছে
বাবা তুমি কি করেছো আমি দেখেছি
বাবাতো মহা চিন্তায় পড়ে গেলো, বাবা তার ছেলেকে হাত ধরে বললো প্লিজ ছেলে আমার আমাকে যেটা দেখেছো সেটা তোমার মাকে বলিওনা, এই নাও একশত টাকা।
ছেলে তো মহা খুশি।
এইবার এসেছে দুধ বিক্রেতা, তার কাছে গেলো দৌড়ে ছেলেটা
হে দুধ বিক্রেতা তুমি কি করেছো আমি দেখিছি আমি সবাইকে বলে দিবো
দুধ বিক্রেতা মহা চিন্তায়।
অবশেষে ছেলেটিকে কাছে টেনে বলে এসে ছেলে তুমি তোমার আসল আব্বার কোলে এসো।



এইবার বুঝলেন...... আমাদের সমাজে কী হচ্ছে??
229842
০৩ জুন ২০১৪ সকাল ০৯:২৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল্লাহ এইসব বোনদের হিদায়াত দিন! আর কিছুই বলার নেই
229849
০৩ জুন ২০১৪ সকাল ০৯:৫২
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : মুমিনরা এধরনের কোন কিছু শোনলে যাচাই করবে । যাচাই না করে বলে বেড়াবেনা । প্রেমিকলীগ নেতার হয়তবা ঐ লোকের বউয়ের প্রতি কুনজর পড়েছে, তাই কূৎসা রটাচ্ছে ! হতেও পারে !
বিয়ের জন্য দেনমোহর যেটুকুই ঠিক করা হোক স্বামীর উপর আদায় করা ফরজ । আপনি ফতোয়া দিয়ে বাকী রাখতে উৎসাহিত করলেও শরীয়ত পাল্টাবেনা । উদার হোন, ভালবাসতে শিখুন, বউকে শুধু সন্ধেহ নয় - মানুষ হিসেবে মর্যাদা দিতে শিখুন । বিয়ের আগে এস্তেখারা করে আল্লাহর সাহায্য চেয়ে পাত্রী নির্বাচন করুন । ইনশা'আল্লাহ জীবন সুখের হবে ।
০৩ জুন ২০১৪ রাত ০৯:২৪
176951
লোকমান বিন ইউসুপ লিখেছেন : কয়দিন আগে এস্তেখারা করা বিয়ে করা আধুনিক মাওলানার একজনের ছাড়াছাড়ি হল।
০৩ জুন ২০১৪ রাত ০৯:২৫
176953
লোকমান বিন ইউসুপ লিখেছেন : অবৈধ কাবিনের টাকার ব্যপারে মতামত কি ভাই?
229869
০৩ জুন ২০১৪ সকাল ১০:২৬
egypt12 লিখেছেন : পরকীয়া এক ভয়াবহ সমাজ বিধ্বংসী মরনাস্র আল্লাহ্‌ আমাদের সবাইকে হেদায়াত করুন Praying
229912
০৩ জুন ২০১৪ দুপুর ১২:২২
229915
০৩ জুন ২০১৪ দুপুর ১২:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক স্বামি ও কিন্তু অফিসের কাজে অতিরিক্ত সময় ব্যায় করেন এবং মনে করেন যে এসব করে তিনি স্ত্রির উপকার! করছেন। কিন্তু স্বাভাবিক ভাবেই বর্তমান পরিবেশের প্রভাবে স্ত্রি পরকিয়াতে জড়িয়ে যায়।
০৩ জুন ২০১৪ রাত ০৯:২৭
176955
লোকমান বিন ইউসুপ লিখেছেন : হুম... আরেক জনের বউ জামাইকে সঙ্গ দিয়ে লাভ কি?
230067
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৪৬
হতভাগা লিখেছেন : '' আশে পাশের বাসা বিল্ডিংয়ের সাথে সম্পর্ক রাখুন। চোখ কান খোলা রাখুন। সঙ্গীর প্রতি যত্নবান হোন। সম্ভব হলে বিয়ের পূর্বে মেয়ের মোবাইলের কললিস্ট চ্যাক করুন।''


০ বিয়ের পর এসব করলে প্রাইভেসীতে আঘাত করেছেন বলে দোষী সাব্যস্ত হতে হবে , আর আপনি বলছেন বিয়ের আগে কললিস্ট চেক করতে !

স্টিকি পোস্টের পোস্টদাতার আরেকটি পোস্ট , দেখে আসতে পারেন ।

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2311/fatimakaniz/46404#176704

০৩ জুন ২০১৪ রাত ০৯:২৮
176956
লোকমান বিন ইউসুপ লিখেছেন : দেখেছি। এটা সম্ভবত ফেবুতে আমার লেখার প্রতিক্রিয়া। অবৈধ চাপিয়ে দেয়া কাবিন মানিনা।
231756
০৭ জুন ২০১৪ দুপুর ১২:২৭
মুজিব সেনা লিখেছেন : 'অন্যের বধূ বুক ভরা মধু,
শুধু শুধু ফুলে মধু জমে থাকে
মেলেনা..মেলেনা...."
আশা করি বুঝতে পারছেন? Bee Bee
০৭ জুন ২০১৪ দুপুর ০২:০৫
178537
লোকমান বিন ইউসুপ লিখেছেন : হো হো হো.... হাত ভেঙ্গে লুলা করে দেয়ার সম্ভাবনা। পোলারা বহুত খারাপ।
১০
232325
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৩৯
ভিশু লিখেছেন : পরকিয়ায় প্রণোদনা এবং উৎসাহ দানকারী এই নষ্ট-ভ্রষ্ট সমাজে এ ছাড়া আর কি আশা করা যায়?!
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
179155
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ঐই লোকটার কষ্টের সাক্ষী আমি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File