দু:খ ওগো আলতো চুমো লাজে মরে নায়ক
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৯ মে, ২০১৪, ১১:০০:৪৯ সকাল
দু:খ যদি পরিনত করে তবে দু:খ পাওয়াই ভাল
দু:খ যদি সৃষ্টিশীল করে তবে এসো হে দু:খগুলো
দু:খ যদি কর্মোদ্দীপনা বাড়ায় তবে তার সাথে গলাগলি
দু:খ তোমার অপর পিঠে তৃপ্তির নাচন প্রেমময় গোধুলি।
বিপ্লব দু:খ প্রেম নাচে উল্লাসে
যেন মেঘ সূর্যের লুকোচুরি প্রনয়
দু:খ তোমায় সালাম ওগো
তোমার তরে বিনয়।
দু:খ এনে দেয় বিখ্যাত অর্জন
দু:খ করে তাই তর্জন গর্জন
দু:খ যখন আশে পাশে
সোহাগ নিয়ে থেক তার পাশে
দু:খ ওগো আলতো চুমো লাজে মরে নায়ক
তোমায় পেয়ে গান ধরেছে পল্লী নগর গায়ক
শিল্পীর রংতুলি ছবি এঁকেছে
প্রেমিকারা ফুল তুলে মালা গেথেছে
কবির খাতা স্বাধীনতা দু:খ দিয়ে মোড়া
দুর হ দুর হ আয়েশী সুখের ফোয়ারা।
দু:খ তোরে ভালবাসি তোর সাথে ধরি পাঞ্জা
গড়ব ধরা গড়ব মানুষ ছিড়ে দেব তোর ল্যাঞ্জা।
আসবে সুদিন ওগো দু:খ ধৈর্য্য ধর আজ
এগুতে হবে সামনে অনেক পথ আছে জেন র্স্বগীয় স্বাধ।
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন