হে দার্শনিক... হবে কি মেহেদী সন্ধ্যায় উচ্ছ্বল তরুনীর খিলখিলে হাসি

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৬ মে, ২০১৪, ০৩:৩৯:৪৩ দুপুর

দর্শন তোমার নিকুচি করি

আগে ভাত দাও

দর্শন তোমার নিকুচি করি

কাপড় দাও, থাকার জায়গা দাও

অ আ ক খ শিখতে দাও

দর্শন তোমার নিকুচি করি

আমার জীর্নশীর্ন দেহের জন্যে ওষুধ দাও

দর্শন তোমার নিকুচি করি

তোমার কল্পিত সাহিত্য স্বপ্নে লাথি মেরে দিব হতচ্ছাড়া

আমার কি হয়েছে না শুনে লম্বা বক্তব্য মেরে দাও

নিজের খাই নিজের পরি

তোমার কথা শুনার দায় আমার নেই।

দর্শন তোমার নিকুচি করি

আমরা সাধারন মানুষের কথাশুনো

তারপর তোমার কথা বল

আগে আমার কথা না শুনে কথা বললে

সমাজে তোমাকে অপাংথেয় করে দেব

শালার দর্শন, বেয়াদব দর্শন

তোমার নিকুচি করি কারন বসন্ত কালের পাখি তুমি।

হবে কি আমার কনকনে শীতের কমদামী কম্বল?

হবে কি আমার বৈশাখ দিনের তেষ্টার পানি?

হবে কি আমার বর্ষা দিনের থাকার ঘর?

হবে কি আমার পায়ে হাটাঁর এটেঁল মাটির পথ?

হবে কি আমার বর্নমালার ধারাপাত?

হবে কি আমার বিয়ে উপযুক্ত মেয়ের লালশাড়ী আর চুড়ি

হবে কি আমার ন্যায় বিচারের চেয়ার?

হবে কি আমার কৃষক ভাইয়ের ঘাম মুছার গামছা?

হবে কি আমার কামার ভাইয়ের উনুনের চুলা?

হবে কি আমার মুঠে মজুরের ভ্যান গাড়ি?

হবে কি আমার রিকসা ওয়ালা আর কুলি ভাইয়ের মোটা লুঙ্গি?

হবে কি আমার গার্মেন্টসে চাকরী করা বোনের গোসলের পরের চুলের পানি?

হবে কি আমার ড্রাইভার ভাইয়ের চায়ের কাপ?

হবে কি আমার খেটে খাওয়া শ্রমিক জনতার আশা স্বপ্ন?

হবে কি আমার ৬৮ হাজার গ্রামবাংলার কিচিরমিচির পাখির ডাক?

মেহেদী সন্ধ্যায় উচ্ছ্বল তরুনীর খিলখিলে হাসি

হেসে যায় স্বপ্নে বিভোর হয়ে নতুন সংসারের ।

নতুন কাজের সন্ধান পাওয়া উচ্চশিক্ষিত ছেলের

বুকভরা আত্বতৃপ্তি প্রিয়তমাকে কাছে পাবে বলে।

যদি পারো দর্শন কাছে এসো....

না পারলে বিরক্ত করনা কবিতা বলে

তুমি পাগল হয়েছ বলে আমাদেরও পাগল করনা।

সোজা কথায় কাজ না হলে হে দার্শনিক

রাম দা দিয়ে ট্যাংগানী দিব

বেয়াদব....

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222271
১৬ মে ২০১৪ দুপুর ০৩:৫২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : চমৎকার অতি চমৎকার হয়েছে।
222279
১৬ মে ২০১৪ বিকাল ০৪:৩০
নোমান২৯ লিখেছেন : Rose Rose Rose Rose Rose .
222353
১৬ মে ২০১৪ রাত ০৯:২৯
শিলা লিখেছেন : Yawn Yawn Yawn
222473
১৭ মে ২০১৪ সকাল ০৫:৩৮
স্বপন২ লিখেছেন : আপনার উচিৎ ইসলামী আন্দোলনের ভবিষৎ পন্থা
নিয়ে লেখা।
১৭ মে ২০১৪ সকাল ০৬:৪১
169805
লোকমান বিন ইউসুপ লিখেছেন : কর্মপন্থার কিছু কিছু তো লিখেছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File