একটি চাকরী দিবেন !!!প্রসঙ্গ:পলিটেকনিকের ছাত্র রিকসা চালক...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৪ মে, ২০১৪, ০৯:৫৫:১৪ রাত

মুন্সীগঞ্জ কি কিশোরগঞ্জ এর ছেলে হবে। টিটিসি থেকে এসএসসি পাশ করেছে। একটি পলিটেকনিকের থার্ড সেমিষ্টার এর ছাত্র। প্রেমে পড়ে চট্টগ্রামের এক তরুনীর। পরিবারের অমতে পালিয়ে বিয়ে করে মামলার আসামী। পালিয়ে বেড়াচ্ছেন। আর রিকসা চালিয়ে দিব্যি সংসার করে যাচ্ছে। কি মানসিক দৃঢ়তা!!! আশ্চর্য।

পরিচয় যে ভাবে...

ঢাকায় আসার পর বুক সেল্ফ কিনি নাই। চট্টগ্রাম থেকে বই এনেছি অল্প স্বল্প। আস্তে আস্তে গত তিন বছরে অনেক বই হয়ে যায়। বই গুলোর গতি করার জন্যে বুক সেল্ফ কিনতে যাই গত মাসে। ভ্যান গুলো আকাশচুম্বি দাম হাকাতে রিকসা দেখতে যাই।রিকসা ঠিক করে রিকসায় সেল্ফ তুলে দিয়ে স্বভাবসুলভ গল্প জুড়ে দিলাম ইয়াং রিকসা ওয়ালার সাথে। এক পযার্য়ে সে তাকে খুলে বলল এবং একটি চাকরী চাইল।

ছেলেটির মা বাপ তাকে ত্যাজ্য করেছে। বউয়ের মা বাপ কিডন্যাপ কেইসে ফাঁসিয়েছে।

সে ছেলে মেয়ের অভিভাবককে পেলে বলতাম "সম্মানীয় ..ছেলেটি তো বিয়ে করেছে ...খুন তো করেনি..."।

কোন সহৃদয়বান ব্যক্তি কি আছেন সম্ভ্রান্ত পরিবারের এই ছেলেটিকে একটি চাকরী দেয়ার....

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221608
১৪ মে ২০১৪ রাত ১১:২০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : চেষ্টা করে দেখি।
১৫ মে ২০১৪ সকাল ০৭:০৯
169111
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ধন্যবাদ।
221739
১৫ মে ২০১৪ সকাল ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুঃখ জনক
কি বিষয়ে উত্তির্ন সেটা লিখা দরকার ছিল।
১৫ মে ২০১৪ বিকাল ০৫:৩৭
169322
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ভোকেশনাল থেকে এসএসসি।
১৫ মে ২০১৪ রাত ০৯:৪৮
169449
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোন ট্রেড সেটা জানতে চাচ্ছিলাম
১৬ মে ২০১৪ সকাল ০৬:৪৬
169566
লোকমান বিন ইউসুপ লিখেছেন : জেনে জানাব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File