দুই তরুনীর ছোট গল্প।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৪ মে, ২০১৪, ০৬:১১:৪৭ সন্ধ্যা
দুই তরুনীর ছোট গল্প।
-- নাম উদাহরন । একটি সরকারী কলেজের দামী সাবজেক্টে অনার্সে পড়ছেন। এফেয়ার করল। বেড়াল ঘুরল খেল। কোর্ট ম্যারেজ করল প্রথম বর্ষেই। কেউ জানেনা। পুরোদমে সব চলল। অনার্স শেষবর্ষে ডিভোর্স নিল।প্রেমিক স্বামীকে পরিকল্পিত দেখাল পরকীয়ার প্লট। অতএব ঝগড়াঝাটি ছাড়াছাড়ি।পূর্ব বিয়ে গোপন করে অন্য জায়গায় বিয়ে হল। কত সুন্দর সংসার করছে। বর্তমান প্রেমিককে বলল আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ভ করে এবং আজেবাজে বদনাম করে। সহজ সরল গরল প্রেমিকাকে বিশ্বাস করে নতুন প্রেমিক। শুধু তাই নয় প্রেমিকাকে প্রোটেক্ট করার জন্যে উদাহরনের আগের প্রেমিকের সাথে মারামারিও করে।
-- অনার্স ২য় বর্ষে মেরিনার সাথে এক পুলিশের এসআইয়ের সাথে প্রেম হল। কোর্ট ম্যারেজ হল গোপনে । কেউই জানল না। তারপর বিয়ে ভাঙ্গল। পূর্ব বিয়ে গোপন করে তরুনী অন্য জায়গায় বিয়ে করল। সংসার চলছে সুন্দর।
ভাল থেকে কপটতা।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন