চাকরীর পিছনে ছুটবেননা। নিজেই কিছু করুন।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৭ মে, ২০১৪, ০৪:৩১:১২ বিকাল

ফাস্টক্লাস চাকরীর বাইরেও আছে ফাস্টক্লাস জবের থেকে বেশী ইনকাম।

১.সার্ভেয়ার..যারা জায়গা জমি মাপে...তাদের মিনিমাম দৈনিক মজুরী ১৫০০-২০০০ টাকা।

২.পল্লী ডাক্তার । দৈনিক ইনকাম আনুমানিক ২০০০/-

৩. সিএনজির ড্রাইভার।খরচ বাদে দৈনিক ইনকাম আনুমানিক ২৫০০/-

৪. বিউটি পার্লার কর্মী। দৈনিক ইনকাম আনুমানিক ১০০০/-

৫. চাইনিজ রেস্টুরেন্ট কর্মী। দৈনিক ইনকাম আনুমানিক ১৫০০/-

৬. ইলেকট্রিক মিস্ত্রি। দৈনিক ইনকাম আনুমানিক ১৫০০/-

৭. গ্যাসের চুলার মিস্ত্রি।দৈনিক ইনকাম আনুমানিক ১০০০/-

৮. রাজমিস্ত্রি। দৈনিক ইনকাম আনুমানিক ৩০০০/-

৯. কাঠমিস্ত্রিী। দৈনিক ইনকাম আনুমানিক ২৫০০/-

১০. কাঠের ফার্নিচারে নকশাকারী। দৈনিক ইনকাম আনুমানিক ৩০০০/-

১১. টেইলার্স। দৈনিক ইনকাম আনুমানিক ২০০০/-

১২. চিত্রশিল্পী। বইয়ের প্রচ্ছদ ডিজাইনার। দৈনিক ইনকাম আনুমানিক ৩০০০/-

১৩. এমব্রয়ডারীকারী। দৈনিক ইনকাম আনুমানিক ২০০০/-

১৪. ডিজিটাল সাইনবোর্ড তৈরী কারক। ব্যানার লেখক । দৈনিক ইনকাম আনুমানিক ৪০০০/-

১৫. রিকসাওয়ালা মুচি কামারের কথা আপনারা জেনে নিয়েন।

আপনার চারপাশের মানুষগুলো নিয়ে চিন্তা করুন। দেখে নিন কে কিভাবে রিজিকের তালাশ করছে।

সাবান ফ্যাক্টরী , চা পাতা ব্যবসা, আইসক্রিম ব্যবসা, ইট বালু ব্যবসা, কাঠ ব্যবসা, ক্ষুদ্র ঋণ ব্যবসা, কোচিং স্কুল ব্যবসা, ফ্যাশান হাউজ ব্যবসাতেও টাকা আছে অনেক। অনেকে করছে জমি ব্যবসা।

চাকরীর পিছনে ছুটবেননা। নিজেই কিছু করুন।

বিষয়: বিবিধ

১৪৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218606
০৭ মে ২০১৪ বিকাল ০৪:৩৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এটা কি জিম্বাবুয়েন টাকায় হিসেবে কষলেন নাকি?
০৮ মে ২০১৪ বিকাল ০৪:১৪
166925
অনুরণন লিখেছেন : Rolling on the Floor
০৮ মে ২০১৪ বিকাল ০৪:২৬
166930
লোকমান বিন ইউসুপ লিখেছেন : [removed]void(0);
218620
০৭ মে ২০১৪ বিকাল ০৪:৪৮
ছিঁচকে চোর লিখেছেন : বাপরে চুরি বাদ দিয়ে দেখি এখন এইসব ব্যবসা ধরতে হবে। ভালোই ইনকাম দেখি।
218628
০৭ মে ২০১৪ বিকাল ০৫:০০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পরিশ্রমে ধন আনে পূণ্যে আনে সুখ,
আলস্যে দরিদ্রতা আনে পাপে আনে দুঃখ।

নিজের হাতের উপর বিশ্বাস রেখে কোন কাজে নেমে পড়লে চাকুরী জীবির চাইতে অনেক বেশী আয় করা সম্ভব। সে আয়ে বরকত ও বেশী। সে জন্যই আল্লাহ বলেছেন 'স্বহস্তে উপার্জন কারী আল্লাহর বন্ধু'।
218634
০৭ মে ২০১৪ বিকাল ০৫:১৩
আবু জারীর লিখেছেন : মেঘ ভাঙা রোদ লিখেছেন : এটা কি জিম্বাবুয়েন টাকায় হিসেবে কষলেন নাকি?

218670
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
অনেক পথ বাকি লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান।
218687
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
আঁধার কালো লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ।
218748
০৭ মে ২০১৪ রাত ০৮:৪৯
সবুজেরসিড়ি লিখেছেন : মেঘ ভাঙা রোদ লিখেছেন : এটা কি জিম্বাবুয়েন টাকায় হিসেবে কষলেন নাকি?
০৭ মে ২০১৪ রাত ১০:৫১
166722
লোকমান বিন ইউসুপ লিখেছেন : :D
০৭ মে ২০১৪ রাত ১০:৫১
166723
লোকমান বিন ইউসুপ লিখেছেন : :D[removed]void(0);
218877
০৮ মে ২০১৪ সকাল ০৫:৪০
পাহারা লিখেছেন : m/ m/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File