ঢাকাতে মন ভাল রাখা কঠিন।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৫ মে, ২০১৪, ১০:৪১:২৪ রাত

প্রথম যখন ঢাকায় গিয়েছিলাম তার কিছুদিন পরে লিখেছিলাম "ঢাকা শহর যন্ত্রনাময়"। যখনই চট্টগ্রাম ছেড়ে আসি বারবার অনুভব করি এই কথাটি। শহর হিসেবে ঢাকা শহরটি পৌছে গেছে অমানবিকতার পংকিল সমুদ্রে। চোখ ধাধানো উচু বিল্ডিংয়ের নীচে পড়ে আছে বস্তি যা বড় লোকের বাথরুম থেকে ১০০০০গুন খারাপ। ডাস্টবিনের ময়লা চেটে খাচ্ছে পথশিশু আর খালেদা জিয়া আর শেখ হাসিনা অসংখ্য বিলিয়নপতিকে নিয়ে এয়ারকন্ডিশানে ঘুমায়। এখানে মধ্যবিত্তরা ৯ঘন্টা অফিস ডিউটি শেষ করে অফিসে আসা যাওয়ার জন্যে চার ঘন্টা কাটিয়ে বাকী এক চিলতে সময় প্রিয়তমার জন্যে দেয় । তাদের মনে চোখে অসহায় বোবা দৃষ্টি। কাওরান বাজারে মিডিয়া নামক একপেশেরা দৈত্যরুপ পেয়েছে। টিএসসি হয়ে পড়েছে বাংলাদেশকে ফ্রি সেক্সের দেশে বিবর্তন করার এক অঘোষিত অফিস। ঢাবির হলগুলো হয়ে পড়েছে ফিউচার গডফাদারদের কর্মশালা যেন। সোহরাওয়াদী ধানমন্ডীর দুষ্টু হাতগুলো নোংরামীতে ব্যস্ত। মিরপুর ভেড়ীবাধ, বোটানিকেল গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে ঘটে চলেছে সভ্যতার প্রতি অসৌজন্যতাবোধ। চাইনিজ গুলো ফিউচার পরকীয়ার পটভূমি তৈরীতে ব্যস্ত। বিশ্ববিদ্যালয়গুলো সার্টিফিকেট দিচ্ছে মানুষ তৈরী করছেনা। অফিস আসা যাওয়ার পথে দেখেছি ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত পতিতাপল্লীগুলোতে স্কুলছাত্রদেরও আনাগোনা । লোমহর্ষক!!! নাইট ক্লাব গুলোতে সম্ভ্রান্ত গৃহবধুরাও ভিড় করে। চারদিকে মিথ্যার বেসাতী। ভেজাল আর ভেজাল। আধুনিকতার ছোয়া লাগা ফ্লাটগুলোতেও নারীরা নিগৃহীত। ইসলামপন্থীরা সমাজের মনন রীড করতে পারছেনা। এভাবেই চলছে ঢাকা....

অফিস বাসা অফিস বাসা ..এর ফাঁকে সামান্য সামাজিক আন্দোলনে সময় দিই। এই জটিল শহরে মনকে ভাল রাখা দু:সাধ্য হয়ে উঠেছে। তিনবছর হয়ে গেল ঢাকায়। অসংখ্য মেধাবী মানুষের দেখা পেয়েছি কথা হয়েছে। তাদের সঙ্গ পেয়ে একটি একটি দিন কাটিয়ে দিই মায়াহীন শহরে।

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217925
০৫ মে ২০১৪ রাত ১০:৪২
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
217933
০৫ মে ২০১৪ রাত ১০:৪৯
পুস্পিতা লিখেছেন : হুমম.. এই কারণেই যেন সারাদেশ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে উত্তাল তখন ঢাকা বলতে গেলে নিশ্চুপ ছিল।
217942
০৫ মে ২০১৪ রাত ১১:০৯
ছিঁচকে চোর লিখেছেন : চরম বাস্তব কথা ফুটে উঠেছে আপনার লেখায়। একদম আমার মনের কথা। চরমভাবে ধন্যবাদ
217959
০৬ মে ২০১৪ রাত ১২:৪২
আবু জারীর লিখেছেন : আজব শহর ঢাকা।
217982
০৬ মে ২০১৪ রাত ০৪:৪০
জবলুল হক লিখেছেন : অফিস বাসা অফিস বাসা ..এর ফাঁকে সামান্য সামাজিক আন্দোলনে সময় দিই।
এতো কিছুর পরেও যারা সুন্দর সমাজের স্বপ্ন দেখেন
তাদের অন্তর থেকে মুবারকবাদ জানাই।
218031
০৬ মে ২০১৪ সকাল ১১:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঢাকার মানুষের মধ্যে মানবিক বোধ শক্তি নষ্ট হয়ে গেছে। একটি পর্যায়ে যখন মদিনার জনসংখ্যা বেড়ে যায় তখন রাসুল(সাঃ) মদিনাতে আর কাউকে বসতি করার অনুমতি দেননি। একটি শহর যখন বড় হয়ে যায় তার সমস্ত সুবিধা ও নৈতিকতার অবক্ষয় ঘটে। ঢাকায় সেই সঙ্গে বাতাসে প্রচুর বিষাক্ত পদার্থ আছে। যা মানুষের স্নায়ুর উপর ক্রিয়া করে মানুষকে নির্জিব করে দিচ্ছে।
218047
০৬ মে ২০১৪ দুপুর ১২:০৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ঢাকা শহরের যে বর্ণনা দিলেন তাতে পড়েই আতঙ্কিত হলাম। যে জাতি চরিত্রকে মর্যাদা দেয়না সে জাতির দশা এমনই হয় ইতিহাস বলে। অসৎ চরিত্ররা সমাজের নেতৃত্বে আছ, চরিত্রবানের বেকুপ হিসেবে পরিচিত হচ্ছে। বড়ই দুঃভাগ্য আমাদের।
০৭ মে ২০১৪ দুপুর ০৩:৫৮
166559
লোকমান বিন ইউসুপ লিখেছেন : কষ্ট পাই । খুব খুব। মন ভাল নেই এখানে আমার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File