সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৃষ্টিশীল তরুন তরুনীদের সহযোগিতা চাই...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৯ এপ্রিল, ২০১৪, ০১:৫৫:০৬ দুপুর
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৃষ্টিশীল তরুন তরুনীদের সহযোগিতা চাই...
১.থট মার্কেটিংয়ের জন্যে ইসলামিস্ট ফেইসবুক সেলিব্রিটিদের সহযোগিতা চাই।
দরকার ৫/১০ জন করে কয়েকটা সিটিং। বিতর্ক ওয়েলকাম।
২. সারা বাংলাদেশে প্রত্যেকটা থানাতে নতুন বাংলাদেশ গড়ার মানসিকতা সম্পন্ন জনশক্তির নিজস্ব নেটওয়ার্ক চাই।
কন্টাক্ট করার মানসিকতা সম্পন্ন ভাই হলেই হবে যাদের সমস্যা ওভারকামের মনন আছে। নৈতিকতাপূর্ন সমাজ গড়তে যারা প্রত্যয়ী।
৩. বিশেষজ্ঞ তৈরীতে সহযোগিতা করতে চাই ... জাকির নায়েক বিশেষজ্ঞ, মওদুদী বিশেষজ্ঞ, তারিক রামাদান বিশেষজ্ঞ, ইউসুপ আলকারদাভী বিশেষজ্ঞ, আল্লামা ইকবাল, রশিদ ঘানুসী, ফেতুল্লাহ গুলেন, বদিউজ্জামান নুরসী বিশেষজ্ঞ তৈরী হোক চাই।
দরকার ন্যাচারালী বইয়ের পোকাদের ।পড়ুয়া ভাইদের খোজ চাই।
বই পত্র, পিডিএফ সহযোগিতা দেয়া যেতে পারে।
অনুবাদক গ্রুপ তৈরীর কাজ এগিয়েছে।
সামাজিক আন্দোলন নিয়ে দুটি সেমিনার ও দুটি পাঠচক্র আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। থিংকারদের সহযোগিতায় একটি নতুন কনসেপ্ট তৈরীও হয়েছে। নতুন পরিকল্পনা ও কর্মকৌশল প্রনয়নে মনোযোগী আছি।
সমৃদ্ধ চরিত্রবান সমাজ মানেই সমৃদ্ধ বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ব্যাপারে আরেকটু বিস্তারিত বলা যায়? আমার আগ্রহ আছে।
ভালো অনুবাদক পেলে আমাকে জানিয়েন, আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি :(
মন্তব্য করতে লগইন করুন