ইসলামী আন্দোলনের বায়তুলমালকে প্রোডাকশানে ইনভেস্ট করুন।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৬ এপ্রিল, ২০১৪, ০৮:৩৯:৩৬ সকাল
ইসলামী আন্দোলনের বায়তুলমালকে প্রোডাকশানে ইনভেস্ট করুন। এভাবে আর কত ভঙ্গুর এক বায়তুলমাল ব্যবস্থা নিয়ে আমরা পথ চলব? প্রতিবছর কালেকশান করা হবে আর ঘাটতি নিয়ে বছর শুরু হবে? বায়তুলমালের একটা বিরাট অংশকে প্রতিবছর প্রোডাকশানে দিতে হবে। সেখান থেকে ইনকাম বের হয়ে আসবে। এভাবে তৈরী হতে পারে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী বায়তুলমাল ব্যবস্থাপনা।
কালেকশানে কালেকশানে জনশক্তি ও শুভাদের সবসময় না কচলিয়ে এই পদ্ধতির মধ্যে দিয়ে গেলে সবসময় কালকের জন্যে টেনশান করতে হবেনা। প্রোডাকশানে ইনভেস্ট এর ইনকাম থেকে প্রশিক্ষন প্রোগ্রাম চালানো যেতে পারে থার্ড পার্টি ভেন্ডরের মাধ্যমে।
ব্যয়বহুল দাওয়াতী কাজ থেকে বাচতে হবে। আমার দেশের মানুষ খেতে পায়না তা মনে রাখতে হবে। ঈমান আমলের উন্নতির কাজের পাশাপাশি মুসলিম উম্মাহর জিডিপি বাড়ানোর কাজ করতে হবে। সকল জনশক্তি পার্ট টাইম কাজে ইনভল্ভ থাকলে ক্ষতি দেখিনা। কাজের মাধ্যমেও সম্প্রীতি স্থাপন হতে পারে। দাওয়াত হতে পারে। বৃদ্ধিমূলক কাজ হতে পারে।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ নিয়ে বিশদ গবেষনা করতে হবে।
বাস্তবতা বুঝতে হবে।
বলেছি বর্তমান সময় এবং বাংলাদেশের সার্বিক অবস্থার বাস্তবতার কথা।
বায়তুল মালে টাকা দেয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে কর্মী,সমর্থক ও শুভানুধ্যায়ীদের সাথে সম্পর্কের ঘাটতি হতে পারে যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর।
তবে সংগঠন ধনী হওয়ার চেয়ে ব্যাক্তি পর্যায়ে ধনী হওয়া জরুরী যা সমাজে প্রভাব ফেলবে ও শক্তিশালী বায়তুল মাল গঠনে সুযোগ সৃষ্টি করবে।
ব্যাক্তি বা গোষ্টী পর্যায়ে ধনী হওয়ার ফর্মুলা আছে, সময় সুযোগ পেলে তা প্রকাশ করব।
যে সংগঠন ও জাতিতে ভিন্নমতকে গজব মনে করে, ভিন্ন মতাবলম্বীকে ত্যাক্ত বিরক্ত করা হয় গালি ও কথার আঘাতে , সাংগঠনিক হুমকি দেয়া হয়, ফাসেক মুনাফিক র এর এজেন্ট বলা হয় , বেশী বুঝে বলা হয়, বহিষ্কার করা হয় , কৃত্রিম সংকটের মুখোমুখি করা হয় সেখানে আল্লাহ কি কারনে আরেকজন মওদুদী পাঠাবেন?
মন্তব্য করতে লগইন করুন