ফ্যামিলি নেটওয়ার্ক মুভমেন্ট ও একটি পথ নির্দেশনা।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৪ এপ্রিল, ২০১৪, ০৪:২৫:৫৯ বিকাল

***ফ্যামিলি নেটওয়ার্ক মুভমেন্ট এর জন্যে নতুন আবেদন তৈরীর চেষ্টা করলাম***

১.একই পরিবারের বড় ছোট সবাই মিলে কিভাবে পরিবারে কাজ এগিয়ে নেয়া যাবে?

২. বাজার করবে কে এবং কোথায় হতে করবে? যেখান থেকে বাজার করবে ঐইখানের জিনিষপত্রে ভেজাল নেই তো? এই সমস্যা সমাধানের জন্যে ফ্যামিলি নেটওয়ার্কে ইকোনমিকেলী সলভেন্ট নয় এমন লোকজন স্বপ্ন বা মিনাবাজার টাইপ শপিং মল চালাতে পারে।

৩. কাপড় চোপড় কিনবে কোথা থেকে? এই সমস্যা সমাধানের জন্যে ফ্যাশান হাউজ চালাতে পারে অর্থনৈতিক স্বাবলম্বী নয় এমন ফ্যামিলি নেটওয়ার্কের লোকজন।

৪. মেয়েরা সাজবে কোথা থেকে? এই সমস্যা সমাধানের জন্যে র্পালার চালাতে পারে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় বা আগ্রহী এমন ফ্যামিলি নেটওয়ার্কের লোকজন।

৫. ফ্যামিলি নেটওয়ার্কের লোকজনের রসনা বিলাস মিটানোর জন্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় এমন ফ্যামিলি নেটওয়ার্কের লোকজন চাইনিজ রেস্টুরেন্ট চালাতে পারে।

৭. ফ্যামিলি নেটওয়ার্কের ফ্যামিলির লোকজনের ছেলে মেয়েকে পড়াবে কে? এই সমস্যা সমাধানের জন্যে ফ্যামিলি নেটওয়ার্কের ভাল ছাত্রছাত্রীরা এগিয়ে আসতে পারে।

৮. ফ্যামিলি নেটওয়ার্কের ছেলে মেয়েদের বিয়ে হবে কিভাবে ? এই ক্ষেত্রে একটি ডেটাবেজ সমাধান এনে দেবে সহজে।

৯. নিউলি ম্যারিডদের এবং যারা বিয়ে করতে যাচ্ছে এমন লোকজনকে সংসারের বিভিন্ন বিষয়ে মোটিভেশানাল প্রোগ্রামের আওতায় আনতে পারে কমিউনিটি নেতা।

১০. ফ্যামিলি নেটওয়ার্কের লোকজনের জন্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদরাসা ব্যাংক লাগবে।

১১. ফ্যামিলি নেটওয়ার্ক শক্ত করার লক্ষ্যে ফ্যামিলি নেটওয়ার্কের লোকজনের যাকাত ফিতরা দান সাদকাহ চলে যাবে সমাজের সুবিধা বঞ্চিত পথ শিশু ও বস্তিবাসীর কাছে।

১২. সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে মানুষের মর্যাদার প্রতি লক্ষ্য রেখেই বিভিন্ন জায়গায় শ্রমিক সরবরাহ করা যাবে। সিকিউরিটি, ড্রাইভার, বিভিন্ন প্রতিষ্ঠানের কাঙ্খিত ম্যানপাওয়ার। এই অংশকে কোয়ালিফাইড হিসেবে তৈরীর বিকল্পও নেই।

১৩. ফ্যামিলি নেটওয়ার্কের লোকজনকে পড়ানোর জন্যে বই লাগবে। লেখক অনুবাদক প্রকাশকও লাগবে।বই বিক্রির জন্যে লাইব্রেরীও লাগবে।

শপিং মলও লাগবে।

ফ্যামিলি নেটওয়ার্কের অরাজনৈতিক যোগ্য লোকদের নিয়ে গড়ে উঠবে স্পেশালাইজড কমপ্লিমেন্টারী মুভমেন্ট। সিভিল সোসাইটি মুভমেন্ট।স্পেশালাইজড কমপ্লিমেন্টারী সংগঠন নিয়ে গড়ে উঠবে ওয়াইড গার্ডেনিং মডেল।

এই নেটওয়ার্ক এর রাজনীতি, রাজনৈতিক অফিস, রাজনৈতিক কর্মসূচী থাকবে না।তবে রাজনৈতিক সচেতন থাকবে। এই নেটওয়ার্কের লোক থাকবে সব জায়গায়। ভিতর থেকে পরিশোধিত হতে থাকবে সমাজের বিদ্যামান শক্তি গুলো।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212691
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৬
প্রবাসী আশরাফ লিখেছেন : ভাল স্বপ্ন। আপনার এই স্বপ্ন বাস্তবে রূপান্তর করা দূষ্কর। তবে ফ্যামিলি নেটওয়ার্কের সদস্যগন বিভিন্ন পেশায় নিয়জিত থাকেন বলে একে অন্যের সহায়তা করতে পারেন এমনিতেই।

তা যাই হোক আপনার স্বপ্ননির্ভর চিন্তাকে সাধুবাদ জানাই। Rose Rose Rose
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
160978
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আমরা এগিয়েছি।
212698
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ওয়াও ভালো উদ্যোগ। স্বাগত জানাই আপনাদেরকে।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১১
160989
লোকমান বিন ইউসুপ লিখেছেন : তবে আপনি কেন নন?
212723
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইন্টারনেট ভিত্তিক সোস্যাল নেটওয়ার্কগুলি ফ্যামিলি নেটওয়ার্ক এর ভিত্তি হতে পারে।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
161028
লোকমান বিন ইউসুপ লিখেছেন : হুম
212729
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৭
নীল জোছনা লিখেছেন : আমি আপনাদের সদস্য হতে চাই । আমাকে আপনাদের সহযোগী করুন।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
161029
লোকমান বিন ইউসুপ লিখেছেন : মেইল আইডি দেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File