পলিটিকেল হারামের লিস্টি

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৬ এপ্রিল, ২০১৪, ০৭:৩৯:২৪ সকাল

ইংরেজী শিক্ষা হারাম

বাংলা হিন্দুয়ানী ভাষা তাই হারাম

নারী নেতৃত্ব হারাম

পহেলা বৈশাখ হারাম

২১ শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, ১৬ ডিসেম্বর হারাম

প্যান্টশার্ট পড়া হারাম

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হারাম

জিনস প্যান্ট হারাম এবং লেডিস জিন্টস মারাত্বক হারাম(ঢিল হলেও)

এই বাষির্কী সেই বাষিকী হারাম।

সব হারাম সব হারাম হ্যায় .... টিভি হারাম কম্পিউটার হারাম ইন্টারনেট হারাম। (ফেবু কিন্তু হারাম না)

টেবিলে ভাত খাওয়া হারাম। মাইকে আযানও হারাম।

এক ইসলামী দল কয় অন্যেরা ভন্ড । অারেক ইসলামী দল কয় আমি ঠিক অন্যেরা ভন্ড।

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208605
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৮
অজানা পথিক লিখেছেন : হারামের লিস্টি এত্ত ছোট!!
208629
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৯
ডাঃ নোমান লিখেছেন : বিমানে নামাজ হারাম মেয়েদের মসজিদে যাওয়া হারাম! আরো কত কি?
208683
১৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৭
শিশির ভেজা ভোর লিখেছেন : ব্লগিং করাও কি হারাম নাকি ভাই Worried Worried Worried Surprised Surprised
208694
১৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লোকমান বিন ইউসুফ এর কথা শুনা হারাম! Nail Biting Not Listening Not Listening
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৪
157409
লোকমান বিন ইউসুপ লিখেছেন : এই কমেন্টটাই সেরা।
208696
১৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৮
Sada Kalo Mon লিখেছেন : আস সালামুআলাইুকম....

ফ্রিজ থেকে খাবার খাওয়া কি নিষিদ্ধ??
মোবাইলে কথা বলাও কি নিষিদ্ধ??

তয় লিস্টটা আরো বড় করলে ভালো হতো!!
208704
১৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩১
এহসান সাবরী লিখেছেন : হারামের বড় লিস্টের দাবিতে মন্তব্য করাও হারাম!
208720
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৩
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মানুষকে ইতি বাচক ভাবে ঢাকতে হয়। আল্লাহ নিজেই বলেছেন, আমার বান্দাদের জান্নাতের লোভ লাগিয়ে আহবান করো, জাহান্নামের ভয় লাগিয়ে ভীত ভীবহ্বল করে ডাকোনা।

আমাদের দেশের কিছু আলেম আছে, তারা ইসলামে নিষিদ্ধ বিষয় গুলো বলতে ও দেখাতে বেশী পারদর্শী। কিন্তু ইসলামের প্রতি আকর্ষন ও আগ্রহ তৈরী করতে পারে এমন জিনিষগুলো প্রদর্শন করতে বরাবরই ব্যর্থ। তাই ইতিবাচক ভাবে ডাকাই উত্তম, নেতি বাচক নয়।

ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৭
157445
লোকমান বিন ইউসুপ লিখেছেন : অনেক ধন্যবাদ।
218076
০৬ মে ২০১৪ দুপুর ০২:২৮
পরবাসী লিখেছেন : ইসলামের অপব্যাখ্যা হারাম,
ইসলামের নামে গনতন্ত্র হারাম,
হিকমতের নামে নাজায়েজ পন্থা অবলম্বন হারাম,
দাড়ী কাটা হারাম,
দাড়ী কাটা হারাম,
টাখনুর নীচে কাপড় রাখা হারাম,
গান বাজনা হারাম,
দাংগা হাংগামা হারাম,

বুঝলেন ?
০৬ মে ২০১৪ দুপুর ০২:৩৮
166196
পরবাসী লিখেছেন : ও,

সংগঠনের নামে জাকাত ফেতরা খাওয়া হারাম
০৭ মে ২০১৪ দুপুর ০৩:৪৫
166552
লোকমান বিন ইউসুপ লিখেছেন : বুঝার ট্রাই মারতেছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File