বিক্ষিপ্ত কিছু চিন্তা।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৪ মার্চ, ২০১৪, ০৬:৪৯:৫০ সন্ধ্যা

স্তব্ধ হবে স্পন্দন উচ্চারন

----------

অস্তিত্বের অর্ধেকটি শেষ

স্তব্ধ হবে স্পন্দন উচ্চারন

দেহের আকার লোক চক্ষুর অন্তরালে যাবে

শুধু কর্মটি রয়ে যাবে

নামও রয়ে যাবে।

চুপসে যাবে বেলুন

নড়াচড়া হবে খুন

আত্বা তুমি ভুলনা স্রষ্টাকে।

কোন এক জগতের দিকে সদা ধাবমান

যা নিয়ে কোন অভিজ্ঞ ব্যক্তির বর্ননা শুনিনি

তবুও নিরন্তর ছুটে চলা

-----------

দীর্ঘশ্বাস হতে পারে দীর্ঘ আয়ুর কারন

-------------

প্রতিটা ব্যর্থতার উপর দাড়িয়ে থাকে আরেকটি পরিকল্পনা

পরিকল্পনাটি ইতিহাসের অংশও হতে পারে

ব্যর্থতা মানে অভিজ্ঞতা সঞ্চয় টেকে ঠকে শিখা

র্ব্যথতা মানে আরেকটি আশা আর সুন্দর স্বপ্ন দেখা।

অনেক ব্যর্থতা নিশ্চিত সফলতার হাতছানি মাত্র।

ব্যর্থতা আর দীর্ঘশ্বাস তোমাকে "পরিনত" করে দেবে

তোমার আগামীর কর্ম দিয়ে তোমার জন্ম মুহুর্তটিকে কর ইতিহাস

তাতে ব্যর্থতা সৃষ্টিকারী খলনায়করাই দীর্ঘশ্বাস ফেলবে।

দীর্ঘশ্বাস তরঙ্গায়িত হয়ে আছড়ে পড়বে শত্রুশিবিরে।

তাই হতাশার কফিনে থুথু মেরে দাও উদ্ধত শির নিয়ে

বিষন্নতাকে বিষ খাওয়ায়ে টুটি চেপে ধর।

দীর্ঘশ্বাস হতে পারে দীর্ঘায়ুর কারন।

-------------------

কলম তুমি .. কেদঁনা...

-----------

হে অন্ধকার তোমার আনন্দিত হওয়ার কারন নেই

কোন না কোন কলম তোমার পিছু নেবেই

দিনে দিনে পরিপুষ্ট হবে কলমের উদর

পৃথিবীর কাগজগুলোতে বক্ররেখায় তার দাগাঙ্কনে

ইতিহাস রচিত হবে হয়ত রচনাকারী মারা যাবে

সত্যপন্থীর জীবন বড় দু:খময়

প্রতিবাদহীন নি:শব্দতা তাকে নিষ্পেশিত করে

আবার পাপিষ্ট অস্তিত্ব প্রতিবাদী মুর্তিকে আঘাত করে

আবেগাহত জীবনে নয়নের কোনে আসে অশ্রুকনা

মুথের আভায় কখনো ছড়িয়ে পড়ে কষ্টমিশ্রিত হাসি

তবুও কলম চলে নিরন্তর অন্ধকারকে ধেয়ে

কলম তুমি থেমনা... কেদঁনা...

বিষয়: বিবিধ

১৫২১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192238
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আবেগাহত জীবনে নয়নের কোনে আসে অশ্রুকনা
মুথের আভায় কখনো ছড়িয়ে পড়ে কষ্টমিশ্রিত হাসি
তবুও কলম চলে নিরন্তর অন্ধকারকে ধেয়ে
কলম তুমি থেমনা... কেদঁনা..

মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ.
১৪ মার্চ ২০১৪ রাত ০৮:৩৫
143104
লোকমান বিন ইউসুপ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ।
192245
১৪ মার্চ ২০১৪ রাত ০৮:০৬
বাকপ্রবাস লিখেছেন : Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
১৪ মার্চ ২০১৪ রাত ০৮:৩৫
143105
লোকমান বিন ইউসুপ লিখেছেন : থাংকু
192250
১৪ মার্চ ২০১৪ রাত ০৮:৩৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১৪ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
143128
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File