ফাগুন এলো ফাগুন এলো ...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২২:২৮ রাত

ফাগুন এলো ফাগুন এলো ...

(কল্পনার পাখায় ভর করে কল্পনার প্রিয়তমাকে)

ফাগুন রংয়ে মন রেঙ্গেছে ফাগুন ঝিকিমিক

ফাগুন এলো ফাগুন এলো শুনো ফাগুন বাতচিত।

ফাগুন আমার ফাগুন তোমার ফাগুন বাংলাদেশ

ফাগুন তোমার মায়াবী মুখ আর তোমার এলোকেশ।

ফাগুন হল মাসের সেরা ফাগুন অতুলনীয়।

ফাগুন তোমার অঙ্গ জুড়ে তাই ফাগুন বরনীয়।

ফাগুন আমার বড়ই দুঃখের ফাগুন ক্লান্তিকর।

ফাগুন দিল মনে ব্যথা ফাগুন ভয়ংকর।

রক্তক্ষরন মনের ভিতর রক্তজবার মত।

তোমার কন্ঠ তোমার ছোয়া মুছবে দুঃখ শত।

ফাগুন যায় ফাগুন আসে কিসের বার্তা নিয়ে?

কৃঞ্চ চুড়াও লজ্জা পায় দুঃখ সংবাদ পেয়ে।

দুঃখ তোমার দুঃখ আমার ঘুচবে কোনদিন?

চাই দুঃখ ছাড়া সুখের নাচন ঝলমলে সুদিন।

ফাগুন তোমায় অভিবাদন সেদিন গুলোতে।

যেদিন সবার অন্তর হাসবে এই বাংলাতে।

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File