দর্শন কে সামনে রেখে নতুন উদ্যোগের সমস্যাগুলো
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৩ জানুয়ারি, ২০১৪, ০১:৫৩:২৪ দুপুর
১. কিছু চিন্তার মিলের কারনে একত্রিত হলেও পরস্পরের সাথে চিন্তার অনেক অমিল থেকে যাওয়া। পাঠচক্র করে চিন্তার পার্থক্যগুলো কমিয়ে আনতে না পারা। যে কোন পরিস্থিতিতে প্লাটফরম ত্যাগ না করার ওয়াদা না করা। মূল ড্রাইভার চিন্তার ভিন্নতাকারীকে হজম করতে না পারা।
২. পরিকল্পনাকারীদের দর্শন সম্পূর্ন ক্লিয়ার না থাকা।
৩. পরিকল্পনাকারীরা হতাশ হয়ে যাওয়া বা অল্প কাজ করে মাঠ ছেড়ে দেয়া।
৪. ফলোয়াররা পরিকল্পনাকারীদের উপর হতাশ হয়ে পড়া।
৫. চিন্তার ভিন্নতার কারনে দার্শনিকরা তাদের নিজেদের গড়া প্লাটফরম ত্যাগ করা।
৬. দর্শন ইম্পিলিমেন্ট করে তার ড্রব্যাক গুলো গবেষনা করে তা সমাধানের জন্যে খুব খুব খুব দ্রুত ব্রতী না হওয়া।
৭. চিন্তার আলোকে পর্যাপ্ত সাহিত্য ও জনশক্তি তৈরী না হওয়া ।
৮. পরিকল্পনাকারীদের বিরোধী দর্শন ক্লিয়ার না থাকা ও বিরোধী দর্শন ক্লিয়ার হয়ে তার আলোকে জনশক্তিকে সচেতন না করা।
৯. দর্শন বাস্তবায়নের সম্ভাব্য রিস্ক ফ্যাকটরগুলো এনালাইসিস না করা। সম্ভাব্য সকল রিস্ক ফ্যাক্টর গুলোকে ওভারকামের জন্যে গ্রাউন্ড ওয়ার্ক না করা।
১০. নেতাদের সক্রিয়তার মান কম থাকা ও কর্মীয় বৈসাদৃশ্য থাকা।
১১. মতপার্থক্য থেকে অভ্যন্তরীন পলিটিকস সৃষ্টি হওয়া।
১২. চলমান অবস্থার আলোকে নতুন ইনিশিয়েটিভে ভুল করা।
১৩. উঠতি তাত্ত্বিকদের মূল্যয়ন বা ধারন করতে না পারা। হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট না বুঝা।
১৪. তাত্ত্বিকদের দৃষ্টিভঙ্গীগত গোর্য়াতুমি। প্রিডিফাইন মাসআলা সমস্যার আলোকে পরিবর্তন করতে না চাওয়া।
১৫. দর্শনের আলোকে এক্সিসটিং প্রবীন সংগঠনের লিমিটেশান আইডেন্টিফাই করতে না পারা। আমরা কেন তা পরিস্কার করতে না পারা।
১৬. আল্লাহর রাহমাত বা স্পিরিচুয়াল বিষয়ে ঘাটতি। বৈষয়িক যোগ্যতার অভাব।
১৭.মিডিয়া ও সাংস্কৃতিক বৈকল্য। সকল ফ্রন্টে যুদ্ধ ইন্ট্রোডিউস করা।
ওয়াল্লাহু আ'লাম।
বিষয়: বিবিধ
১৫৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন