যে কোন ধরনের সংলাপকে না বলুন।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ৩১ ডিসেম্বর, ২০১৩, ১২:২২:৪৯ দুপুর
৫ তারিখের পর আওয়ামীলীগকে ইতিহাসের সেরা স্বৈরাচার হিসেবে দেখা যাবে। পশুত্ব পুরোপুরি ভর করবে আলীগের উপর। বাংলাদেশের মানুষের ধারনারও বাইরে নির্যাতনের স্টিমরোলার চালাবে কেন্দ্রীয় আলীগ। আওয়ামীলীগ বাধ্য করবে তার বিরোধীদের অস্ত্র হাতে নেয়ার জন্যে। বাধ্য হয়ে আলীগ প্রতিপক্ষদের হয়ত অস্ত্র হাতে দেখা যেতে পারে। পুলিশ,আর্মি,বিজিবি,রেব বিভক্ত হয়ে যেতে পারে। প্রেসক্লাব আর সুপ্রীমকোর্টে হামলা করে হালকা সাইজ মারা হয়েছে। সব কিছু করা হবে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা (সমাজতন্ত্র) বাস্তবায়ন করার জন্যে। হয়ত জাতীয় পতাকা মাথায় বেধেঁ ধর্ষনও করা হবে বিরোধীদলের লোকজনকে।যেন মুক্তিযুদ্ধের সোয়েটার পরে ফেললেই সব খুন আলবত ঠিক হয়ে যায়।
অনেক বিচারলীগের সদস্য এক্স ছাত্র ইউনিয়ন। পুলিশলীগ গোপালগঞ্জী। আছে শুধু মিডিয়ালীগ।নেই লীগ বিরোধী মিডিয়া।
সুতরাং ....সময় থাকতে ইস্পাত কঠিন সংঘবদ্ধ হোন। যে কোন ধরনের সংলাপকে না বলুন। আলীগকে গদি ছেড়ে সোজা ভারতে চলে যেতে বলুন...
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন