শাহবাগীদের নেক্সট প্লান কি?

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২২ ডিসেম্বর, ২০১৩, ০৮:১৬:১০ রাত

কিছুদিন আগে ফেইসবুকে স্টেটাস দিয়েছিলাম...

---------------------------

শাহবাগী গনজাগরন মঞ্চ, বামঘেষা লীগ ও রাম বামদের নেক্সট প্লান কি?

জামায়াত নেতৃত্বকে ফাঁসি দিয়ে তো তারা বসে থাকবেনা।

আপনার ধারনাটা কমেন্ট করুন প্লিজ।

----------------------------

আপনাদের প্রতিক্রিয়া ছিল:

১.জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করবে। জঙ্গী সংগঠন হিসেবে অফিসিয়াল বিবৃতি দিবে।

২. তারপর জামায়াত এর সাথে আলকায়েদা কিংবা লসকরে তৈয়েবার কানেকশান আবিষ্কার করবে...............

৩. তাদের আল্টিমেট প্লান নারীদের নগ্ন করে ছেড়ে দেয়া.........। এর চেয়ে বেশী কিছু জানি না

৪.এমরানরে লইয়া হাসিনার লং ড্রাইভে যাওয়া; কারণ এরশাদ আরো লং এ চলে গেছে।

৫.তারা আরো জঘন্য কাজ করবে।

৬.শাহবাগী নাটকের প্রথমদিকে যে শ্বেতপত্র প্রকাশ করেছিল গণজাগরন মঞ্চ সেগুলো সব বাস্তবায়ন করবে। তবে ইসলামি ব্যাংক সরাসরি বন্ধ না করে সরকারি আয়ত্বে নিয়ে আসবে।

৭. জামায়াতকে নিষিদ্ধ করার জন্যে সরকারকে চাপ দিবে।

৮. সিলেক্টেড লিডারদের গুম হত্যা করা হবে। তারপর দেশের বিখ্যাত ইসলামিক স্কলারদের হত্যা করা হবে।

৯. ফাঁসিটা আপাত ক্ষতি। ওদের সুদুরপ্রসারী ক্ষতি করার টার্গেটটা বর্তমানের আরো কোটি গুন বেশী।

১০. দলের মেরুদণ্ডটা কি সেটা আপনিই ভাল জানেন । মনে হয় নেক্সট টার্গেট মেরুদন্ডে আঘাত করা, যাতে করে পুরো দলই অচল হয়ে যায় ।

১১. যদি আরেকবার ক্ষমতায় আসে তাহলে গ্রামীন ব্যাংকের মত জামাতের সকল অর্থনৈ্তিক প্রতিষ্ঠান রাষ্ট্রের নিয়ন্ত্রনে নিয়ে যাবে ।

১২.কোন ক্লু করে জামাত শিবির নিষিদ্ধ করা....

১৩.ওদের আসল টার্গেট ধর্মহীন সেকুলার ভারতে লীন হয়ে যাওয়া।

১৪. ইসলামি দল নিষিদ্ধ করা। তারপর ইসলামী সব অরাজনৈতিক দলও নিষিদ্ধ করা হতে পারে।

১৫.বাংলাদেশকে সিকিম বানাবে।

---------------------------------

আমার ধারনা তথাকথিত যুদ্ধাপরাধীদের সাথে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা ছিল তাদের বিচার করা শাহবাগীদের নেক্সট প্লান। কারন এই পয়েন্টটাতেই সবচেয়ে বেশী ইসলামী আন্দোলন কে নেতৃত্ব শূণ্য করে ক্ষতি করা যাবে।

----------------------------------

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File