ঢাকা মহানগর বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির আন্দোলন বিমুখ লুতুপুতু মার্কা সব নেতাকে বহিষ্কার করা হোক।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৪ নভেম্বর, ২০১৩, ১০:৪৩:৫৩ সকাল
ঢাকা মহানগর বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির আন্দোলন বিমুখ লুতুপুতু মার্কা সব নেতাকে বহিষ্কার করে নতুন নেতৃত্বকে ফ্রন্টে আনার জন্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করছি।
আর ছাত্রদল যুবদলকে আন্দোলনের কোচিং দেয়ার জন্যে ছাত্রশিবিরকে এক সপ্তাহের দায়িত্ব দেয়া হোক।তারপর দেখেন কি হয়।
দুই সপ্তাহের মধ্যে আওয়ামী নাস্তিক বাম লীগের লালসুতা বের হয়ে যাবে।
জেলখানা হল শশুরবাড়ি। এই শশুর বাড়িতে যাওয়া ভয় করলে বিএনপির কাপুরুষদের উচিত রাজনীতি ছেড়ে দেয়া। মামলা হামলা নির্যাতন ভয় করলে কোন শালা কইছে রাজনীতিতে আসতে? আজ কাল পরশু মরন তো আসবেই।তাই মরনকে কোন পরোয়া নয়। বীরের মত মরনই কাম্য। বিএনপির ভিতরে আওয়ামীলীগের দালাল লুতুপুতু মার্কা সব নেতাকে পচাঁ ডিম মারা উচিত। আওয়ামীলীগ নয় আগে এদের ধোলাই দিয়ে বিএনপিকে পবিত্র করতে হবে। শালা যা বউয়ের সাথে পিরিতি মার গিয়া। রাস্তায় দেখলেই এদের মাইর দিতে হবে। সুবিধা বাদী রাজনীতির খায়েশ মিটিয়ে দিতে হবে।
জাতির ক্রান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দৃঢ়তা দেখাচ্ছেন এককথায় অনবদ্য। কারেন্ট গ্যাস পানি খাবার সরবরাহ বন্ধ করে দেয়ার পরও যে দৃঢ়তা দেখিয়েছেন...এককথায় প্রশংসা করার জন্যে কোন ভাষা জানা নেই। দোয়া রইল খালেদা জিয়া। অনেক অনেক দোয়া।
চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু ভাই সহ আন্দোলনমুখী সকল নেতৃবৃন্দকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন