ইসলামের জন্যে আপনার চিন্তাটা কুরআন ও বৃহত্তর ইসলামী চিন্তাশীল জাতিগোষ্ঠী দ্বারা জাস্টিফাইড কিনা?

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৪ নভেম্বর, ২০১৩, ০১:৩৪:১০ দুপুর



কুরবানের গোশত খাইয়া বয়সে তরুন বা চিন্তায় তরুন ইসলামী বিপ্লবীরা মনে হয় মহা ঘুমে ব্যস্ত। নড়চড় তো দেখছিনা। যারা কঠিন সময়ে একটা বৈঠকে বসে সামান্য চা পানিও খেতে পারেনি তারা আর যায় হোক ইসলামের জন্যে নতুন কিছু তৈরী করতে পারবেনা। যারা ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছেন তারা অবশ্যই ৫০% ধন্যবাদ পাওয়ার যোগ্য কারন আপনার চিন্তাটা বৃহত্তর চিন্তাশীল জাতিগোষ্ঠী দ্বারা জাস্টিফাইড নয়।

১.যারা ইসলামী আন্দোলন নিয়ে আন্তরিকতার সাথে চিন্তা করছেন তাদের উচিত হবে নিজেরা পাঠচক্রের আয়োজন করে নিজেদের চিন্তার ম্যাচিউরিটি তৈরী করা।

২.মতভেদ কমিয়ে আনা।

৩.নিজেদেরকে একে অপরের মুখোমুখি করে যাচাই করে নেয়া।

৪.আপনার চিন্তার সাথে সামঞ্জস্যশীল পূর্বে কোন কাজ হয়েছে কিনা দেখে নেয়া।

৫. পরিকল্পনা ও কর্মপদ্ধতি তৈরী করা।

৬. জাতির জন্যে একটা ইসলামী ইউনি সিলেবাস তৈরী করা।

৭. সবাই একই প্লাটফরমে কাজ না করলেও সবাইকে একটা উপদেষ্টা পরিষদের আন্ডারে থাকা উচিত

৮. একই কর্মপদ্ধতি সব জায়গায় ইনস্টল হতে পারে।

৯. নলেজ শেয়ারিং একটা গুরুত্বপূর্ন বিষয়।

১০ মনে রাখতে হবে ইউনাইটেড উই স্ট্যান্ড। সব ইসলামপন্থীকেই আপন মনে করতে হবে। অনৈক্য আমাদের কোন বৃহৎ সফলতা এনে দেবেনা। একা একা পথ চলা অনেক বন্ধুর।

আসেন ...বসি , নিজেদের সাথে নিজেদের মিলিয়ে নিই।

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File