তাইলে কি ইয়াসরিবের মানুষ হীনমণ্যতাবোধের কারনে নাম পরিবর্তন করে মদীনা করল ?
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৯ অক্টোবর, ২০১৩, ০৬:১৯:২৫ সন্ধ্যা
রাজনীতিতে অবুঝ এবং রাজাকারদের যারা মনে প্রানে ঘৃনা করে এমন আম জনতা যখন প্রশ্ন করে
ভাই আপনি কোন দল করেন?
ঠাট্টা করার ইচ্ছা থাকলে বলি " জাতীয়তাবাদী ইসলামী আওয়ামীলীগ"।
আর উপায় না পাইলে বলি " শিবির করি"।
আরে ভাই আপনি তো ছাত্র না!
ও... আচ্ছা ... আমি এক্স শিবির।
তবুও দাদারা বুঝেনা এক্স শিবির ছাড়া অন্য পরিচয় দিতে জাতির তরুনেরা গিলটি ফিল করে। হাঁ ..এটা আমার হীনমন্যতাবোধ। আমি চরম হীনমন্য। এই হীনমন্য হতে আমার কোন কৃপনতা নাই।
বার্মার মানুষ হীনমণ্য হয়ে নাম পরিবর্তন করে হয়ে গেল মায়ানমার।
ফরমোজার মানুষ হীনমণ্য হয়ে নাম পরিবর্তন করে হয়ে গেল তাইওয়ান।
গলের মানুষ হীনমণ্য হয়ে নাম পরিবর্তন করে হয়ে গেল ফ্রান্স।
ক্যাথের মানুষ হীনমণ্য হয়ে নাম পরিবর্তন করে হয়ে গেল চীন।
নিপ্পনের মানুষ হীনমণ্য হয়ে নাম পরিবর্তন করে হয়ে গেল জাপান।
ডায়েচল্যান্ডের মানুষ হীনমণ্য হয়ে নাম পরিবর্তন করে হয়ে গেল জার্মান।
পারস্যের মানুষ হীনমণ্য হয়ে নাম পরিবর্তন করে হয়ে গেল ইরান।
সিংহলের মানুষ হীনমণ্য হয়ে নাম পরিবর্তন করে হয়ে গেল শ্রীলংকা।
মেসোপটেমিয়ার মানুষ হীনমণ্য হয়ে নাম পরিবর্তন করে হয়ে গেল ইরাক।
তাইলে কি ইয়াসরিবের মানুষ হীনমণ্যতাবোধের কারনে নাম পরিবর্তন করে মদীনা করল ?
১৯৭১ এ পূর্ব পাকিস্তানের মানুষ হীনমণ্যতাবোধের কারনে নাম পরিবর্তন করে পেল বাংলাদেশ ?
যারা বাংলাদেশের জন্ম বিরোধী তাদের কারো কাছে নাম পরিবর্তনকে হীনমন্যতা মনে হলে আমি অবাক হইনা।
কে জানে মনে মনে পাকিস্তানে যোগ দিতে চায় কিনা উনারা।
তবে আমি মনে প্রানে মুসলিম বাঙ্গালী বাংলাদেশী।
এটা আমার জাতি সত্তার পরিচয়।
বিষয়: বিবিধ
১৭৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন