বিষয়ঃ-গনতন্ত্র শব্দে এলার্জি।কেউ যদি মনে করে গনতন্ত্র নয় অন্য কোন টার্মিনোলজি ব্যবহার করবেন তাতেও আমার কোন আপত্তি নেই...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:২০:৫১ বিকাল

ইসলামী গনতন্ত্রে " জনগন ক্ষমতা পরিবর্তনের বা নেতা নির্বাচনের মাধ্যম" । আর পার্লামেন্ট কুরআনের আইন পরিবর্তনের ক্ষমতা পাবেনা।

পরামর্শ করার ব্যপারে সুরা ইমরানের ১৫৮ আয়াতে বলা আছে "ওয়া সাবিরহুম ফিল আমর" । ভোট একপ্রকার পরামর্শ।

নেতা নির্বাচনের ব্যপারে হাদীসে বলা আছে " ইজা খারাজা সালাছাতা ফাল ইয়ুআম্মারু আহাদুন।"

গনতন্ত্র শব্দে জটিলতা পরিহারে এভাবে চিন্তা করা যেতে পারে।

১.বিয়ে অনেক ধর্মে আছে। কিন্তু ইসলামে বিয়ের রুলস আলাদা । বিয়ে অন্য ধর্মে আছে বলে আমরা বিয়ে শব্দটা ইউজ করবনা সেটা সহীহ হতে পারেনা। রুলস ভিন্ন হতে হবে বা ইসলামী হতে হবে।

২. কোন অমুসলিম মুসলিম হলে বডি স্ট্রাকচারে কোন চ্যাঞ্জ হয়না। চিন্তা বিশ্বাস আমলে পরিবর্তন হয়। ঠিক তেমনি গনতন্ত্র শব্দটির প্র্যাকটিসে ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে কোন সমস্যা নাই।

৩. ব্যাংক শব্দটি ইসলামে নাই। সুদ পরিহার করে মুদারাবা , বাইয়ে মুরাবাহা, বাইয়ে সালাম, ইজারা , মুশারিকা পদ্বতি এপ্লাই করে চললে ব্যাংক শব্দটি কোন সমস্যা সৃষ্টি করছেনা।

৪. গনতন্ত্র শব্দটি জেনা, মদ , জুয়া , সুদ , ঘুষ এর মত কোরআন ঘোষিত কোন হারাম শব্দ নয়।

৫. গনতন্ত্র শব্দটি কোন ধর্মের ওয়ার্ডও নয়।

৬. কে ভোটাধিকার পাবে তা ইসলামী কোর্ট নির্ধারন করবে। পরামর্শের বেলায় সাক্ষী(ভোট) দেয়ার অধিকার যদি আপনি সবাইকে দিবেননা বলে মনে করেন।

৭.আর কারা ভোটে প্রার্থী হতে পারবে তা ইসলামী গার্ডিয়ান কাউন্সিল বিবেচনা করে নির্ধারন করে দেবে। ইসলামী যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবে তাদেরকে সাক্ষী বা পরামর্শ করার যোগ্য মনে করতে হবে। সাধারন ভোটাররা নেতা নির্বাচনের অধিকার পাবে মাত্র। কোন বড় সিদ্ধান্ত নেয়ার অধিকার নয়। বড় সিদ্ধান্ত নেবে শুরা বা পার্লামেন্ট।

৮. ইসলামী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট মাঝে মধ্যে পার্লামেন্টকে এড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার অধিকার পেতে পারে।

৯. অনেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিকে অধিক ইসলামী মনে করে। তা আলোচনার ও বিতর্কের বিষয়।

১০. নাম নয় ...শব্দ নয় কি প্র্যাকটিস করছি বা মানছি তাই আসল বিষয়।

১১. এরপরও কেউ যদি মনে করে গনতন্ত্র নয় অন্য কোন টার্মিনোলজি ব্যবহার করবে তাতেও আমার কোন আপত্তি নেই।

বিষয়: বিবিধ

১৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File