বিষয়: পোস্টার। কত ভাই গ্রেফতার হলেন অথচ গুটি কয়েক ছাড়া কারো মুক্তির দাবীতে পোস্টার দেখলামনা...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১২ আগস্ট, ২০১৩, ০৫:৩২:১২ বিকাল

কত ভাই গ্রেফতার হলেন অথচ গুটি কয়েক ছাড়া কারো মুক্তির দাবীতে পোস্টার দেখলামনা। রাজনৈতিক কারনে বা অন্যায়ভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে জেলে যাওয়া মানেই জনপ্রিয় শক্তিমান সামাজিক নেতা হওয়া। কত গ্রাম থেকে কত কত ভাল ছেলেরা গ্রেফতার হয়েছে কোথাও মুক্তির দাবীতে মিছিল আর পোস্টার হয়নি। গ্রামে সমাজে নেতা না তুললে আপনি সমাজ নিয়ন্ত্রন করতে পারবেনা। নেতাগিরি বলেন আর সমাজসেবা জনসেবা বলেন সব কিছুর পূর্বশর্ত পরিচিতি। আপনার দলের নেতাকর্মী গ্রেফতার হবে আপনি তাদের কথা কম্বলের তলায় রেখে দিবেন জনগনের সচেতন কয়েকজন ছাড়া আর কেউ জানল না তবে জনগনের সহানুভূতি আপনি হাওয়াই থেকে পাবেন!!!? পোস্টারের অনেক শক্তি। সে শক্তি তৈরীর অস্ত্রটি কাজে লাগানোর সুযোগ সংগঠন হারিয়ে ফেলেছে। জেলগেইট থেকে পূনঃএরেস্ট হওয়াটা কোন ব্যপার না! তবে জেলগেট থেকে হোক কোথায় কি হোক না হোক তা জনগনকে জানতে দিয়ে বুঝতে দিতে হবে সরকার কি করছে! এগুলা আমরা জানিনা বা পারিনা বিধায আমরা ক্ষমতার কেন্দ্র থেকে বাইরে। এই বাংলার জনগন যে মাইর দেয় তারপক্ষে। যে সত্যের পক্ষে কাজ করে বুক চেতিয়ে ঠিকে থাকে তারপক্ষে। যে নির্যাতন করে জুলুমবাজ তার কাছে জনগন চুপি চুপি গিয়ে লাইন মেরে তারপর বুক ফুলিয়ে তার নাম বেচে সমাজে দাপট মারে। আপনারা বলেন সংগঠনের লোকদের যোগ্যতার অভাব আর আমি বলি যোগ্যতার অভাব নাই। আপনার চিন্তাভাবনায় সমস্যা মাত্র। আপনি মনে করতে থাকুন আপনার জনশক্তি হেনতেন যোগ্য এন্ড বহুত হেডামওয়ালা অমনি দেখবেন একসময় জনগন বলবে আপনারা যোগ্য। এখনতো হয় কি প্রদর্শনেচ্ছা আর পাছে অহংকার হয়ে যায় কিনা তার জন্যে আপনি চুপ থাকেন আর আইছেন পাওয়ার পলিটিকস করতে।! আমি বলি কি প্রদর্শনেচ্ছা আর অহংকারের পুরনো ধ্যান ধারনা থেকে বের হয়ে দিনে ১০০ বার বলেন আপনি যোগ্য দেখবেন আপনার মধ্যে আত্ববিশ্বাসের শক্তি ও জেদ তৈরী হবে আর আপনি যোগ্য হওয়া স্বত্ত্বেও যদি মানসিকতায় মনে করেন আপনি মনে হয় যোগ্য না তাহলে বিএনপি আলীগের জন্যেই বাংলাদেশের নেতৃত্ব। আপনি যোগ্য বলতে থাকলে দেখবেন জনগনও একসময় বলতে থাকবে আপনি যোগ্য। আগে শক্তিমান সেবা অরিয়েন্টেড সমাজনেতা হোন তারপর আপনাকে মেম্বার অব পার্লামেন্ট (এম.পি) বনে যেতে হবে।

যে যে এলাকা থেকে গ্রেফতার হয়েছে সে এলাকায় যদি মুক্তির পোস্টার করা যেত তবে সেই ইউনিয়নে তার নাম ছড়িয়ে যেত এভাবে সে সরকার বিরোধী আন্দোলনের কারনে জনপ্রিয় হতে পারত সহজে। ডাক্তারের পরিচিতি থাকলে রোগী আসে আর ভাল ডাক্তার হলে রোগী ধরে রাখা যায় আর রোগী বাড়তে থাকে। সামাজিক নেতারাও তেমন। পাওয়ার পলিটিকস করার কলা কৌশল শিখতে হবে।

১.যারা বলেন এখন ক্ষমতায় গেলে ঠিকে থাকা যাবেনা তারা মনের অজান্তে আল্লাহর উপর নির্ভর করেনা। আগে ক্ষমতায় যান তারপর ঠিকে থাকার চিন্তা কইরেন। ২.আবার যারা বলে ক্ষমতায় গেলে মূল কাজ ব্যহত হবে এরা হল সেরা বোকা কারন সে জানেনা যে ক্ষমতায় গেলে ক্ষমতা ব্যবহার করে আপনার এখনকার কাজের ১০ বছরের গুলো ৩০ দিনে করতে পারা যাবে। ৩. যারা বলে যোগ্য লোক নাই বা গঠন হযনি এরা হল সেরা গর্দভ। আল্লাহ যেন কম বুঝেন তিনি যোগ্য লোক পাঠাননি। ! মিয়ারা যোগ্য লোক প্রত্যেক জায়গায় আল্লাহ দিয়েছেন ঐইগুলারে খুইজা আপনার মতাদর্শে আনেন । যোগ্য লোক তৈরী করা যায় না । ঘষে মেজে কিছু ইমপ্রুভ করা গেলেও যারা ন্যাচারালী টেলেন্ট তাদের এক দাতেঁর বুদ্ধিও অন্যদের হবেনা। জেলা কমিটি , মহানগর কমিটি কেন্দ্রীয় কমিটি গুলো বড় করেন। এই কমিটি গুলো মুখে ফেনা উঠে মত জনগনের কাছে প্রচার করেন তারপর দেখেন কি ক্যারিশমা! যার যে এলাকা সেখানে কাজ করতে দিন নেতাগিরি করতে দিন সে বাংলাদেশের যেখানেই অবস্থান করুকনা কেন! টিসি টিএস ছাড়া অন্য প্রোগ্রামগুলোর মঞ্চে বেশী করে নেতা জায়গা দিন বসতে দিন, বেশী নেতাকে বক্তৃতা করতে দিন কম সময় দিযে হলেও । এতে প্রত্যেকে নিজ নিজ এলাকায় কাজের গ্রাউন্ড বা ইজিলি কাজ করার মোভ করার পাওয়ার পলিটিকস বা জনগনের কাছে যাওয়ার সাইনবোর্ড পাবে। নেতৃস্থানীয় ব্যক্তির অর্থনৈতিক ভিত অমজবুত হলে সিন্ডিকেট (৫০ জনের গ্রুপ ) সমাজসেবা শুরু করুন। তারপর বিনিফিটটা ২/৩ জনে নিন ফলটা গ্রুপকে দিয়ে দিন। বিনিফিট নেয়া ব্যক্তিটিকে পাওয়ার পলিটিকস করতে দিন। দেখেন ... ভিলেজ পলিটিকস বা লোকাল পলিটিকস করে মজা পাবেন। আলীগ বিএনপি সব দলে বন্ধু বাড়ান। মিশতে থাকুন সবাই বন্ধু হযে যাবে। যুদ্ধ করার আগেই যুদ্ধ জয় করতে শিখুন। বিচার আগে সমাজে করতে শিখেন তারপর সুপ্রীমকোর্টে হাত দিয়েন। বিচারই জানেনা মগর সুপ্রীম কোর্ট নিয়ে কথা কয়! মানেনি আপনারে আপনার গ্রামের লোকজন ! আপনার পরিবারের লোকজন , আপনার আশে পাশের লোকজন! বিপদে জনগনের পাশে থাকুন। সাহিত্যের ভাষায় রাজনীতি ছেড়ে দিন। যারা সাহিত্যের কথা বলে তাদেরকে পত্রিকায় বই লেখায় আর সেমিনার সিম্পোজিয়ামে মানায় ভাল। সব্যসাচী হলে ঠিক আছে , সমস্যা নেই। পাওয়ার পলিটিকস করবেন সবসময় জনগনকে ফিকির করতে হবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে । এটা হাক্কুল ইবাদ। পাওয়ার পলিটিকসের অপরনাম হাক্কুল ইবাদ। 'জনগন বুঝেনা' এমন বেয়াদবী ভাষা পরিহার করুন। আপনি দা'য়ী আপনার কাজ হল ইসলাম স্মরন করিয়ে দেয়া ইমপোস করা নয়। ফাজাক্কির ইন্নামা আনগতা মুজাক্কির ...লাছতা আলাইহিম বিমুছাইতির।

বিষয়: বিবিধ

১৬৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File