ঈদের জামায়াতে দেখা হওয়া বন্ধু বান্ধব থেকে কারাগারে বন্দীদের মুক্তির জন্যে সহযোগিতা নিন...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৪ আগস্ট, ২০১৩, ১২:৩৪:২৯ দুপুর

প্রিয় সাথীরা

আসসালামু আলাইকুম

আজ একটি মানবিক বিষয়ে লিখছি।

আপনার সবাই জানেন

আওয়ামী কারাগারে নিষ্পেষিত নির্যাতিত লাখো বনী আদম মুক্তির প্রহর গুনছে। আহত পঙ্গু হয়ে যারা কারাগারে বন্দী তারা আজ বোবা দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। ঈদুল ফিতরের চাদঁ যখন দেখা যাবে আমরা মিলিত হব ঈদ উন্মাদনায় ঠিক তেমনি মূহুর্তে মুক্তির সুর্যটাকে দেখার অপেক্ষায় প্রহর গুনতে থাকবে কারাগারে থাকা লাখো ইসলামী আন্দোলনের বীর সেনানীরা। শত শত শহীদ পরিবার তাদের স্বজন ছাড়া ঈদ করবেন। অনেক পরিবারের সদস্য শহীদ হয়েছেন , অনেক পরিবারে আছে পঙ্গু আহত ভাই, কারো ঘরে ফেরারী ভাই, অথবা কারো ঘরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি করাগারে।

মহান আল্লাহ সাক্ষী আমরা কুন্ঠিত নই, ভীত নই। জালিমের কোন আঘাতই আমাদেরকে আমাদের পথ থেকে বিচ্যুত করতে পারবেনা। আমাদের জান মাল যেহেতু আল্লাহ ক্রয় করে নিয়েছেন সেহেতু জীবন আমাদের কাছে তুচ্ছ একটি বিষয়। আমরা বরং এই জমিনের বঞ্চিত নিপীড়িত জনগনের জন্যে উদ্বিগ্ন। অসংখ্য শহীদের জীবিত সাথীরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্যে প্রস্তুত। বাতিলের প্রত্যেকটি বিষদাতঁ উপড়ে দিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।

আপনারা জানেন ...অনেকেই স্বজনদের সাথে ঈদের আনন্দটুকু করতে পারছেননা । পরিবারের সবার সাথে ঈদ করার যে নির্মল আনন্দ সেটা থেকে বঞ্চিত হওয়ার কষ্ট তখনই বুঝতে পারবেন যখন কল্পনা করে নিবেন ঈদের দিন নিজে স্বজনদের মধ্যে নাই তখন কেমন লাগে ভাবতে! অনেক বোনের চোখে ভাই বন্দী থাকায় বিরহের অশ্রু। মায়ের চোখে পানি। স্বজনদের মাঝে হাহাকার আবেগের গোঙ্গানী। বন্ধুরা তাদের প্রিয় বন্ধুটিকে মিস করবে ঈদের দিন। কর্মীরা তাদের প্রিয় দায়িত্বশীলকে ছাড়া ঈদ করবে। এলাকাবাসী মিস করবে তাদের মেধাবী, বিনয়ী ,সদালাপী ,পরোপকারী মিষ্টি ছেলেটিকে।

আপনার ঈদের আনন্দে ভাগ বসানোর জন্যে আজকের কলম ধরা।

ঈদুল ফিতরে যখনই আপনি বন্ধু বান্ধবদের সাথে কুলাকুলি করবেন স্মরন রাখবেন অনেকেই এই সুযোগ হতে বঞ্চিত। আপনি ৫০ জন মানুষের সাথে কুলাকুলির ফাকেঁ ১০০ টাকা করে সহযোগিতা নিন কারাগারে বন্দী ভাইদের মুক্তির লক্ষ্যে। পৌছিয়ে দিন আপনার পার্শ্ববর্তী বা এলাকার দায়িত্বশীলকে। সে পাঠিয়ে দিবে কারাগারের ভাইদের মুক্তির লক্ষ্যে গঠিত ফান্ডে।

আগামী কুরবানী ঈদের আগে কারাগারের ভাইদের মুক্তির জন্যে গঠিত হয়ে যেতে পারে বিশাল একটা ফান্ড।

আপনি অনেক বকবক করলেন জালিম সরকারের বিপক্ষে আন্দোলনের জন্যে কিন্তু কারাগারে রেখে দিলেন ভাইদেরকে তাতে বিজয়ের ফিনিশিং টাচে প্রোবলেম হবে। তাই ময়দানের দায়িত্বশীলকে মুক্ত করার লক্ষ্যে ঈদের দিন আপনি হয়ে উঠতে পারেন ত্রাতা।

একটু সাহসী হোন। একটু সেক্রিফাইস করুন।

মনে রাখবেন আপনার ক্ষুদ্র প্রচেষ্ঠা জালিমের শাসন অবসানে বিরাট পাথেয় হয়ে যেতে পারে।

আল্লাহ আমাদের তৎপরতা কার দ্বীনের জন্যে কবুল করুন।

ইতি

আপনারই দ্বীনি ভাই।

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File