পুরুষদের পুরুষ

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৯ জুলাই, ২০১৩, ০১:৩৯:১৪ দুপুর

পুরুষ দেখি চোখে

অগনিত পুরুষ

পৃথিবীময় কিলবিল করে

স্বজাতি পুরুষ।

পুরুষ ব্যস্ত প্রেমিকা সামলাতে কিংবা আগ্রাসী বউ

আবার কেউ পেট সামলাতে ব্যস্ত শুধু

খাওয়া ঘুম বাথরুম নরমাল জীবন

কিংবা সামান্য ব্যাতিক্রম।

ব্যগ্রপুরুষ

হাটে ধরনীময়

কুর্নিশ করে জাতি কিংবা শ্রদ্ধাময় সালাম বিনিময়

মৃত্যুর পর জপে জাতি শতাব্দী ধরে তার নাম

বাহু আর মুষ্টিতে যার অনেক তেজ

জাতিকে নিয়ে চলে সামনে

খবরের শিরোনাম হয় কিংবা রচিত হয় জীবনী তার

চোখে তার ঠিকরে পড়ে ১০০ বছরের দুরদৃষ্টি।

চলমান সমাজ বিরোধী হয়ে উঠে তার

কারন ..সবার ঘিলু তো সাধারন মানের

কাউকে পরোয়া না করে জাতির কল্যানে সামনে আগায়

মৃত্যুকে আলিঙ্গনে দ্বিধান্বিত নয় যে

ক্রিজে দাড়িয়ে ম্যাচ বের করে আনে

সাথীদের সিদ্ধান্ত দেয় সময়ের প্রয়োজনে

নির্ভিক স্বার্থহীন ভাবলেশহীন পুরুষ

যে ভবিষৎ চিন্তায় নয় অস্থির

সমাজ তারে প্রেম দিয়ে বাচিয়ে রাখে অনেক শতাব্দী।

কি মগজরে বাপ!

কলমের কালি দিয়ে বের হয়ে আসে অগ্নিস্ফুলিঙ্গ

যুগোপযোগী সময়োপযুগী সব চিন্তাধারা

জাতি আলোড়িত হয় দিশা পায়

সমস্যা সমাধানে অদ্ভূত কড়িৎকর্মা।

রাজধানীর হাইরাইজ বিল্ডিংয়ের মালিক পুরুষ

তাকে দেখে ঈর্ষান্বিত হয় সংকুচিত হয়

সালাম দিয়ে মুহাব্বাত করে পথ ছেড়ে দেয় ।

গাড়ির মালিক জানালার কাচ নামিয়ে দেখে নেয়

সম্মোহনীর সেই চেহারা।

সুঠামদেহী লম্বা পুরুষেরাও গাড় নিচু করে দেখে

রেলের ইঞ্জিন মার্কা তেজী পুরুষ

বেয়াড়া জাতির গাঢ় ধরে সামনে বাড়ায় পা

গদার্ন তার করে নাকো নিচু আর হার না মানা গা শিউরে উঠা ক্ষিপ্রগতি

পৃথিবীময় ঘোষনা করে আমি এসেছি।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File