শাহবাগীদের গালে একটা কর্কশ থাপ্পড় মেরে ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক পরিচালন মুনাফা ৯৭৪ কোটি টাকা ।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৩ জুলাই, ২০১৩, ০৪:৫২:৪১ বিকাল

২১শে ফেব্রুয়ারীর বাংলা একাডেমীর বই মেলায় ছোট বোন সহ ঘুরতে গেলাম।বইয়ের অনেক স্টল ঘুরে টিএসসি দিয়ে বের হলাম । গোলাকার হয়ে বসে আছে আয়েশী উন্মাদনার দালালী আন্দোলনের কর্মীরা। শ্লোগান চলছে। যৌনতার সাথে ঢোল তবলা বাজনার যুগল র্নিলজ্জ উল্লাস। আকাশে টাঙ্গানো বিশাল ডিজিটাল ব্যানার যেখানে দাতঁ কেলিয়ে লিখা রয়েছে

"ই তে ইসলামী ব্যাংক - তুই রাজাকার তুই রাজাকার"।

আরে ইসলামী ব্যাংক কি মানুষ যে রাজাকার হবে?

ইসলামী ব্যাংকের জন্ম ১৯৮৩ সালে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অনেক আগে। তবে যুদ্ধের পরে প্রতিষ্ঠা পেয়ে ইসলামী ব্যাংক রাজাকার হয় কি করে!!!


কে শুনে যুক্তি ? আক্রোশ যেখানে প্রধান হাতিয়ার!

ক্ষমতার আর গাজার নেশায় মাতাল পুচকেদের বুঝাবে কে?

সকল প্রিন্ট মিডিয়ার পক্ষপাতিত্বেব মানসিকতায় উপস্থিতি শাহবাগীদের করেছিল বেপরোয়া। দিগন্তটিভি, ইসলামিক টিভি, নয়াদিগন্ত ,সংগ্রাম ,আমারদেশ আর ইসলামী ব্যাংকের বিরোদ্ধে চলে বিষোদগার।

ভেঙ্গে ও পুড়ে দেয়া হয় ইসলামী ব্যাংকের ৪০ টির মত এটিএম বুথ এবং ১৫ টির মত ব্রাঞ্চে আগুন দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক ছিল অভিভাবক হয়ে অদ্ভূত নি:শ্চুপ। থানায় মামলা করতে যেয়ে গ্রেফতার হয় শীর্ষ ম্যানেজম্যান্ট পর্যায়ের অনেকেই। প্রতিদিন লোকাল অফিস, মতিঝিল, রমনা , ফরেন এক্সচেঞ্জ, ফার্মগেট , পান্থপথ, মৌচাক, হেডঅফিস কমপ্লেক্স ব্রাঞ্চ , হেড অফিস, অটবি বিল্ডিং থেকে গ্রেফতার হয় অসংখ্য এমপ্লয়ী। ব্যাংকের ডিএমডি সহ অনেকেই এরেস্ট হয়।গ্রেফতার আতংক নিয়ে এমপ্লয়ীরা বাসা থেকে স্ত্রী, পুত্র ,কন্যা ,মা ,বাপ থেকে বিদায় নিয়ে অফিসে যেত এই বলে যে "ভাল থেক...আজই হয়ত চলে যেতে পারি কারাগারে। চিন্তা কইরনা ...আল্লাহ আমাদের সাথে আছেন। চোখে ফিনকি দিয়ে বের হত অসহায়ত্বের বোবা কান্না।" । ইনসেভটিভ বোনাস কমিয়ে দেয়া হয় অফিসারদের। সকল অপ্রাপ্তিকে পায়ে দলে সবাই অফিস করেছে ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে।

কমিউনিষ্ট প্রভাবিত ব্লগ সহ অনেক জায়গায় ইসলামী ব্যাংকের মত একটি আর্থিক প্রতিষ্ঠানকে শেষ করে দেয়ার জন্যে প্রচারনা চালানো হয়। লিফলেট পোস্টারিং ব্যানারে ছেয়ে যায় ঢাকা শহর। মিছিল চলে ইসলামী ব্যাংক বন্ধের জন্যে।

কিন্তু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

যেখানে ২০১২ সালে ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক পরিচালন মুনাফা ৯৪৫ ছিল কোটি সেখানে ২০১৩ সালে ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক পরিচালন মুনাফা ৯৭৪ কোটি। ( http://www.eprothomalo.com/index.php?opt=view&page=1&date=2013-07-03 )

আলহামদুলিল্লাহ!

শুকরান ইয়া আল্লাহ।

শুনো শাহবাগের কচি খোকারা

আমি আগেই বলেছি

এই লিংকে

http://www.somewhereinblog.net/blog/lokman022/29589196

ইসলামী ব্যাংক গুলো টিকে থাকবে তাদের আপন যোগ্যতায়...

পৃথিবীর বুকে ইসলামের রাজনৈতিক বিজয়ের জন্যে আমরা কাজ করে যাব আমৃত্যু। তোমাদেরকে জীবনের প্রত্যেকটি সেক্টরে পরাজয়ের তিলক পরিয়ে দিয়ে আমরা ফিরে আসব "ফাছাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির"।

প্রিয় সাথীরা ,

লা তাহযান ইন্নাল্লাহা মা'য়ানা।

বিষয়: বিবিধ

১৫০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File