ঢুলু ঢুলু চোখে আমিও নিস্তেজ হয়ে যাই ...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৩ জুলাই, ২০১৩, ০১:১৫:৫১ দুপুর
১৪ অক্টোবর ২০১২, দুপুর ০১:১২
নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ নাকি?
না নির্লিপ্ত আয়েশে?
পৃথিবীর ঘুমেরা কেমন যেন অদ্ভূত সুন্দর
হয়ত ঘুমেরা ঘুমায় নিস্তেজ মায়াময়ী আবেশে।
বৈদ্যুতিক ফ্যানের বাতাসেরা ঝাপটা মেরে
হয়ত এলোমেলো করে তোমার শাইনিং চুল
ড্রিম লাইটটির মৃদু আলো হয়ত ব্যঞ্জনা দিয়েছে
তোমার মায়াবী মুখে
চারদিকে চার হাত পা ছড়িয়ে বিশাল খাটে
কোমল বালিশ ছেড়ে তোমার আয়েশী ঘুম
আমাকে কাছে টানে যেন , বিরহী করে ।
রাতের নিস্তব্ধতার দেয়াল ভেদ করে
তোমার নি:শ্বাস প্রশ্বাস হয়ত
আমার কানে সুরেলা বীনার আওয়াজ
বীনার আওয়াজেও মাঝে মাঝে কাজ হয়না
ঢুলু ঢুলু চোখে আমিও নিস্তেজ হয়ে যাই
তোমার সাথে কোরাস দেব বলে।
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন