বনফুল পাইনা ...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০২ জুলাই, ২০১৩, ১১:৫৮:৪৮ সকাল
১২ মে ২০১২, রাত ০৯:১৯
কিন্তু আমিও কেন যেন নিরুদ্দেশের পথে বাড়িয়েছি পা
বনফুল চাই বনফুল
যে বনফুলে পথিকের চোখ পড়েনি।
নিরন্তর ছুটছি শুকনো পাতা মারিয়ে গভীর অরন্যে
একটু একটি বনফুল এর ঘ্রান নিব বলে ।
কোথাও ঘ্রানহীন ফুল
কোথাও কাটার পাহারায় বনফুল স্বেচ্ছায় অবরুদ্ধ
কোথাও আমি ১৯ সে বিশ
বনফুলের ঘ্রান তাই নাসারন্ধ্র ছুয়না।
রক্ত কনিকাগুলো আগে ছুটত অনেক বেগে
বনফুল খুজে ফিরি প্রতিটি প্রশ্বাসে।
বনফুল হয়ত বনের প্রকান্ড গাছের মগডালে
ছিড়তে পারব তো খুব যত্ন করে !
ছিড়ার পর এই বনফুল হবে আমার বনফুল
শুধু আমার ।
আকুতি ঝড়ে শুধু
তবুও বনফুল পাইনা
তাই বোকা,বোবা,বধির হয়ে ঘুরে যাই আনমনে ।
পথ কেন শেষ হয়না বলতে পার!!!
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন