শাপলা জেনোসাইডের পক্ষে আওয়ামী সমর্থকদের কিচিরমিচিরের উত্তর...(ছবি ব্লগ আপডেট সহ)

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৯ মে, ২০১৩, ০১:৫১:৫১ দুপুর

নয়ন জুড়ানো হেফাজত ইসলামের মতিঝিলের শাপলা চত্তরের প্রোগ্রাম।





৫ ই মে হেফাজতে ইসলামের আচরন ছিল নান্দনিক।তারা পুলিশকেও পানি পান করায়। ভাগাভাগি করে নেয় নিজেদের খাবার পুলিশ ভাইদের সাথে।



নামাজ পড়ছেন হেফাজতে ইসলামের নেতা কর্মীরা।



প্রোগ্রামের শুরুতে আলীগ হামলে পড়ে হেফাজতে ইসলামের প্রোগ্রামে । ফলে শাহাদাত বরন করে ৫/৭ জন। ফলে উত্তেজনা বাড়ে।





রাতে প্রথম প্রহরে হেফাজতে ইসলামের প্রোগ্রাম ছিল শান্তিপূর্ন।



রাত গভীর হলে ঘুমে ঢলে পড়ে হেফাজতে ইসলামের কর্মীরা। বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি তার উপর সরকার কারেন্ট বন্ধ করে দেয়। সারাদিনের শ্লোগান দেয়ার ক্লান্তি আর পথের ক্লান্তি যোগ হয়ে ঢলে পড়ে গভীর ঘুমে।

হেফাজতে ইসলামের উপর আক্রমনের গ্রাউন্ড তৈরী করার লক্ষ্যে হাউজ বিল্ডিংয়ে আগুন দেয় ও গাড়ী ভাংচুর করে আলীগ।(ভিডিও)

https://www.facebook.com/photo.php?v=498125993576353&set=vb.100001368690119&type=2&theater

শাপলা চত্তর থেকে বায়তুল মোকাররম কতটুকু দুরে আপনি কি জানেন? হেফাজত যদি আগুন লাগাতো তা মতিঝিলের শাপলা চত্তরেই লাগাত। শাপলা চত্তর মতিঝিল থেকে অনেক দুরে পল্টনে অবস্থিত বায়তুল মোকাররমের মার্কেটে আগুন লাগানো হেফাজতের পক্ষে একদম অস্বাভাবিক। হেফাজত ইসলাম বায়তুল মোকাররমের উত্তর গেইটে প্রোগ্রাম করতে চেয়েছিল। তাদের কে বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশের অনুমতি দেয়া হয়নি কারন পরিকল্পিত ভাবে বায়তুল মোকাররম মার্কেটে কুরআন পুড়িয়ে ও আগুন লাগিয়ে যাতে হেফাজতকে দোষ দেয়া যায়। এবং হেফাজতের উপর রাতের আক্রমনের বৈধতা তৈরী করা যায়।

আগুনের ছবি।



শত শত আওয়ামী মিডিয়ার উপস্থিতি ছিল। তবে কেন হেফাজতের কোন কোন কর্মী আগুন লাগাইছে তা ক্যামেরাবন্দী করা গেলনা?

নিরস্ত্র ও ঘুমন্ত হেফাজত ইসলামের কর্মীদের উপর আক্রমন চালানো হয়।

সকল টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিককে সরে যেতে বলা হয়। সরকার বিরোধী বলে পরিচিত দিগন্ত ও ইসলামিক টিভিকে বন্ধ করে মতিঝিল এলাকাকে বিদ্যুৎবিহীন করে যৌথবাহিনী একশান শুরু করে।



এই সেই ২০/২৫ ট্রাকের একটি । যার পিছনে ছিল রক্তের দাগ মোছার জন্যে ওয়াসার পানির গাড়ি।

২৫০০ শাহাদাতের লিস্ট করার জন্যে যে বিষয় উদ্যোগ নিতে হবে।

১. প্রত্যেক এলাকার মাদরাসা গুলোতে নিখোঁজের তালিকা করতে হবে।

২.নিহত বা নিখোঁজের পরিবারকে নিশ্চয়তা দিতে হবে যাতে শাহাদাতের খবর প্রকাশ করলে আলীগ সন্ত্রাসীরা ঐ পরিবারকে নির্যাতন করবেনা।

৩. আওয়ামী মিডিয়া ঘটনা ধামাচাপা দেয়ার জন্যে ওতঁ পেতে আছে। এই আওয়ামী মিডিয়াকে বিশ্বাস করা যাবেনা। ইসলামপন্থী বাংলাদেশী মিডিয়া ও বিশ্ব মিডিয়ার নজরে আনতে হবে শাপলা জেনোসাইড কে।

আওয়ামী সরকার কামরুজ্জামানের রায় , এসএসসি রেজাল্ট , মিরপুরের গার্মেন্টসে আগুনে ডিআইজি নিহত করানোর মধ্যে দিয়ে শাপলা জেনোসাইডকে ধামাচাপা দিতে একপায়ে খাড়া। সবাইকে সতর্ক হতে হবে।

ডিএমপি কমিমনার বললের "নিহতদের আত্বীয় স্বজন অভিযোগ করছেনা কেন?"

বেনজীর সাহেব আপনি আওয়ামী হায়েনাকে না চিনার ভান ধরতে পারেন। জনগন ঠিকই চিনে ও জানে। আজ খুন হয়ে লাশ পাওয়ার গ্যারান্টি নাই। দিতে পেরেছেন ইলিয়াস আলী ও চৌধুরী আলমের লাশ?

দিতে পেরেছিলেন গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ২ ছাত্রের লাশ? তাজরীনে ফ্যাশনে যারা আগুর লাগার পর কলাপসিবল গেইট বন্ধ করে তালা দিয়ে শ্রমিকদের পুড়িয়ে মেরেছিল তাদের শাস্তি কি হয়েছে?

হলমার্ক , পদ্মা সেতু কেলেংকারী , শেয়ার , ডেসটিনি কেলেংকারী , রেলের কালো বিড়ালের শাস্তি কি হয়েছে?

কোন মুখে বলেন "নিহতদের আত্বীয় স্বজন অভিযোগ করছেনা কেন?"। জনগন কি আপনাদের চিনেনা?

৭২ -৭৫ এ জাসদের চল্লিশ হাজার মানুষ মেরেছিল মুজিব সরকার। হাজার হাজার প্রবীন আলেম মেরেছিল আওয়ামী হায়েনা।

আপনাদের কাছে কি অভিযোগ করার আছে! যেখানে গুম হয় হাজার মানুষ। আর তাদের পরিবারকে লাশ দেখা আর জানাজারও সুযোগ দেননি আপনারা।

বিচার চাই সর্বশক্তিমান আল্লাহর কাছে। আপনাদের সমুলে বিনাশ করার জন্যে লাখো বনী আদম আহাজারী করছে সর্বশক্তিমান প্রভূর কাছে। আমাদের শেষ ভরসা সেই আল্লাহই।

আশা করছি শেষ বিজয়ের হাসি আমরাই হাসব ইনশাআল্লাহ। হয়ত সে দিন বেশী দুরে নয় যেখানে এই দেশের কোটি জনতা আপনাদের ফাসিঁর মঞ্চে দেখবে। আমীন।

আওয়ামীলীগ মিথ্যাবাদী। হানিফ বললেনঃকোন হতাহতের ঘটনা ঘটেনি।

http://www.prothom-alo.com/detail/date/2013-05-06/news/350163

গতকাল রাতে হেফাজতের শত শত লাশ গুম হয়েছে’—বিএনপির নেতা এম কে আনোয়ারের এমন দাবির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কোনো প্রাণহানি না ঘটিয়ে নির্বিঘ্নে হেফাজতের কর্মীদের মতিঝিলের শাপলা চত্বর থেকে বের করে দিয়েছে। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তাইলে এই ছবি গুলো কিসের হানিফ সাহেব??? এই লিংকটি ভিজিট করে বলুন।

http://www.chairmanbd.blogspot.co.uk/

আপনাদের পাছাটা মিডিয়া বলবেনা সঠিক কথা। বিদেশী মিডিয়া কি বলে দেখুন।

১.অধিকারের প্রেসনোট

http://www.odhikar.org/documents/2013/Statement_2013/Press_Statement_Odhikar_Eng_.pdf

২.শাপলা চত্তর নিয়ে এই ডকুমেন্টটি দেখুন।

http://shaplachottor.blogspot.com/2013/05/blog-post_1623.html?m=1

৩.মতিঝিল থেকে ট্রাক-কাভার্ড ভ্যানে লাশ সরিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী:

http://www.timenewsbd.com/politics/2013/05/08/1560

৪.ইকোনোমিস্টের প্রতিবেদন: বাংলাদেশে আরেকটি গণহত্যা

http://www.amardeshonline.com/pages/details/2013/05/08/199215#.UYss20pzaXW

৫.(ইরান রেডিওর ওয়েবসাইট)মতিঝিলে নিহত ৩ হাজার, আহত ১০ হাজার: হেফাজতের বিবৃতি

http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/2010-04-21-08-29-54/item/48561

৬.২৫মার্চের কালো রাতকেও হার মানিয়েছে রবিবার রাতের গণহত্যা

http://www.bdbreaking24.com/view.php?id=1708

৭. মতিঝিলে ঠাণ্ডা মাথায় হেফাজত কর্মীদের খুন করা হয়েছে’

http://www.bdtomorrow.net/newsdetail/detail/200/23955

৮. এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এর রিপোর্ট দেখুন।

http://www.humanrights.asia/news/ahrc-news/AHRC-STM-088-2013

৯.

তিন হাজার আলেম ওলামার লাশ গুম করেছে সরকার।

http://www.sangbad24.net/?p=70959

বিষয়: বিবিধ

৫৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File