হাসিনা খালেদা নয় বিভিন্ন ইসলামপন্থী দল ও গ্রুপের মধ্যে ডায়ালগ চাই...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৪ মে, ২০১৩, ০৫:২৩:২১ বিকাল

১.হাসিনা খালেদা নয় বিভিন্ন ইসলামপন্থী দল ও গ্রুপের মধ্যে ডায়ালগ চাই।২. কওমী ও আলীয়াপন্থী মাওলানাদের মধ্যে ডায়ালগ চাই। ৩.ইসলামী দল ক্ষমতায় গেলে সংবিধান কেমন হবে তার খসড়া চাই। সংবিধান প্রনয়নে ডায়ালগ করুন।৪.অমুসলিম ও নারীদের সাথে আচরনের উদার ইসলামী নির্দেশনা তৈরী করতে ডায়ালগ করুন।৫. ওয়াজ নয় সামাজিক কাজ কিভাবে বাড়ানো যায় তার জন্যে ডায়ালগ করুন।৬.মাদরাসাগুলো থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরী করার সিস্টেম আপগ্রেড করার জন্যে ডায়ালগ করুন। ৭.জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন কিভাবে করবেন তার জন্যে সংলাপ করুন।৮. হামদ নাতের পাশাপাশি জীবনমুখী গান নাটক সিনেমা কিভাবে বানানো যায় তার জন্যে ডায়ালগ করুন।৯. যে কোন নতুন কিছু কে হারাম বিদাত বলার রোগ থেকে ইসলামপন্থীদের কিভাবে মুক্ত করবেন তার জন্যে ডায়ালগ করুন। ১০নারীদের ঘরে রেখে দেয়ার দৃষ্ঠিভঙ্গীর পরিবর্তন কিভাবে করবেন তার জন্যে ডায়ালগ করুন। ১১.অমুসলিমদের সাথে নিয়ে কাজ করার মত ইসলামপন্থীদেরকিভাবে মন তৈরী করা যায় সে জন্যে ডায়ালগ করুন।

হাসিনা খালেদা ডায়ালগ করে করবেনটা কি?তারা নিজের দল ও পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন মাত্র। দেশ ও পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন এমন ইসলামী নেতাদের মধ্যে ডায়ালগ চাই। বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তোলার জন্যে ডায়ালগ শুরু করুন।

বিষয়: বিবিধ

১৮১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File