চারদিকে শুধু বিপদ কমল...(ভূজপুরের ঘটনা নিয়ে লেখা)

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ৩০ এপ্রিল, ২০১৩, ০৫:২০:৪৮ বিকাল

আওয়ামী আমল

চারদিকে শুধু বিপদ কমল।

মায়ের মন করে উচাঁটন

"সেইফে থাইক" বলে বোন করে জ্বালাতন।

শিক্ষক ক্লাশ নেয় পুরো দিন ধরে

তবুও কোন এক ফাকেঁ ফুঁ দেয় ভূজপুরের মাইনষেরে।

ক্লাসের ব্ল্যাকবোর্ডে লিখালিখি মুখ দিয়ে বকাবকি

তবুও ২০ মাইল দুরে বসে শিক্ষকের ফুঁ বুঝে ভূজপুরবাসী ।

২০০হোন্ডা আরোহী গুন্ডারদল এসেছিল সেদিন তেড়ে

ভূজপুরবাসী পিঠাইয়া করেছে ভূপাতিত পাছা নেড়ে নেড়ে।

তালেবে এলম,মুসল্লি,বাজাইরগা মানুষ আর গ্রাম্য সুজন

আড়াই কিলোমিটার জুড়িয়া দিয়েছে দাবড়ানি প্যান্ট পড়েছে যে জন।

শুন দেশবাসী !অর্ধশত লাশ করেছে চুম্বন ভূজপুরের মাটি

আওয়ামী হাত লাশ লুকাইছে সাক্ষী পাশের ইটের ভাটি ।

শুনেছি সীতাকুন্ড পাহাড় আর হিলট্রাকসে লুকাইছে অনেক নির্দোষ

ফেরারী , হাজতী, যুবক, মহিলা, আতংকিত লক্ষ মানুষ ।

রেব বিজিবি পুলিশ ও লীগ এখনো চালাচ্ছে নির্যাতন

দায়িত্বহীন বিএনপি ঢাকায় বসে করে কুহুতান।

শহীদ কুতুব , টিপু ,জহুরুল হক সাক্ষী আওয়ামী বর্বরতার।

ফটিকছড়ি আজ গেয়ে যায় কোরাস করে খবরদার আওয়ামীলীগ খবরদার।

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File