হিটলার ও মুসোলিনীর পথ ধরলেন শেখ হাসিনার সরকার...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১১ এপ্রিল, ২০১৩, ০২:০৫:০৫ দুপুর
হাতে যেহেতু কলম তোলে নিয়েছি। তখন থেকে কোন রক্তচক্ষুর ধারধারিনা। হয়ত আমাদের মত তরুনরাও সরকারের রোষানলে পড়তে যাচ্ছে।
কোন কলম সৈনিকই মনে হয় সরকারের রোষানল থেকে বাচতে পারবেনা। চ্যানেল ওয়ান, যমুনা টিভি, অনলাইন দৈনিক শীর্ষ নিউজ বন্ধ করা হয়েছে। আমারদেশ, সংগ্রাম সম্পাদককে একবার এরেস্ট করা হয়েছিল। মাহমুদুর রহমানকে আবার এরেস্ট করা হয়েছে। গনজাগরন মঞ্চের দাবীর ভিত্তিতে সোনারবাংলাদেশ ব্লগ বন্ধ করা হয়েছে। আমার বর্নমালা ব্লগ বন্ধ করা হয়েছে। বাশেঁর কেল্লা অনেকবার বন্ধ হয়েছে। আমারদেশের সম্পাদককে গ্রেফতারের দাবী ছিল গনজাগরন মঞ্চের। অবশেষে তাই করা হল।
টুইনটাওয়ার হামলার পর জর্জ বুশের ঘোষনা ছিল "পুরো দুনিয়াকে বলছি ...হয় শত্রু হও নয় বন্ধু হও"। এই নীতির ভিত্তিতে আলীগের বর্তমান নীতি হল সত্যমিথ্যা, সাজানো, বানানো যায় হোক কথিত যুদ্ধাপরাধী বিচারের পক্ষে থাকতে হবে।
কেলেংকারীর মহারেকর্ড করে হাসিনা সরকার সকল নীতিমালার গায়ে লাথি মেরে ইন্ডিয়া তোষনের নীতি নিয়ে কুখ্যাত স্বৈরশাসক হিটলার ও মুসোলিনীর পথ ধরলেন। ইতিহাসের নিয়তিই অপেক্ষা করছে হাসিনার জন্যে। আল্লাহ সত্যপন্থীদের সঠিক প্লান করার তওফিক দিন।
বিষয়: বিবিধ
১৪৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন