বিএনপি রায় দেখেই ক্রিয়া-প্রতিক্রিয়া জানাবে! দয়া করে তাঁহাদের মূল্যবান প্রতিক্রিয়া আদায় করুন

লিখেছেন লিখেছেন বিবেক ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৩৩:৪২ দুপুর



যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত! বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীর আদালতের রায় দেখেই তাঁরা ক্রিয়া জানাবেন এবং মুখমণ্ডল খুলবেন! রায় কি হতে পারে এই মানের বিজ্ঞতা-পাণ্ডিত্য বিএনপির বুড়িয়ে যাওয়া, মুক্তিযুদ্ধের লাটি বহন কারী নেতারা বুঝতে না পারলেও। রাস্তার সকল অজ্ঞ হকারেরা পর্যন্ত বুঝতে পারেন। প্রশ্ন হল আগামী কাল বিএনপির নেতারা বাসায় থাকবেন কিনা? নাকি রান্না ঘরে গৃহীনির রন্ধন পরিচর্যা করবে, যাতে করে কোন সাংবাদিক তাদের খোঁজ না পায়, সে ব্যবস্থা করবে।

তাই বিএনপির ক্রিয়া, প্রতিক্রিয়া যাহাই বলা হউক না কেন, নেতাদের বক্তব্য যদি কেউ পেতেই চান, তাহলে আজ সন্ধ্যা থেকেই তাদের পিছু নেন। নতুবা আগামী কয়েকদিনেও তাদের কাউকে রাস্তা ঘাটে পাবেন না। দুর্ভাগ্যক্রমে যদি পেয়েই যান, তাহলে তারা বলবে আলু-চনা করেই পরে প্রতিক্রিয়া জানাব!

এই কথা শুনে যদি কেউ তাদের ছেড়ে দেন তাহলে কেয়ামত হয়ে গেলেও কুন প্রতিক্রিয়া পাবেন না। তাই প্রয়োজনে পায়ে পড়ে হলেও তাদের মূল্যবান ক্রিয়া প্রতিক্রিয়া আদায় করবেন। নতুবা প্রতিক্রিয়া জানানোর যে রেওয়াজ দেশে চালু আছে তা চিরতরে হারিয়ে যাবে।

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File