সমালোচনা
লিখেছেন লিখেছেন ভরত পাখি ২৬ মে, ২০১৪, ০৩:০০:৩৪ দুপুর
ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, খাতায়ে বুজুর্গা গিরিফতন খাতা আস্ত। এর মানে হলো বুজুর্গদের দোষ ধরা দোষ। এটাকে চ্যালেঞ্জ করেন মাওলানা মওদুদী। জামাতে ইসলামীর গঠনতন্ত্র পড়েছিলাম। সেখানে তখন একটা বাক্য এ রকম ছিল, (জানিনা এটা এখন আছে কি না) আল্লাহর রাসুল ছাড়া কাউকে সমালোচনার উর্ধে মনে করতে নেই। মাওলানা মওদুদী তার ইসলামী রেনেসাঁ আন্দোলন পুস্তকে আগের যুগের বড় বড় মুজাদ্দিদের কার্যপ্রণালীর অনেক সমালোচনা করেছেন।
কিন্তু জামাতে ইসলামী মাওলানা মওদুদী এবং তাদের সংগঠনের সমালোচনা সহ্য করতে পারে না। সমালোচকদের তারা কঠোর ভাষায় আক্রমণ করে। সে আক্রমণ ঈমান এবং দৈহিক আক্রমণ পর্যন্ত পৌঁছে। এর কারণ কি?
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আপনি শিক্ষিত হলে এর প্রমাণ হাজির করেই লেখতে আসতেন-সময় আছে একটা প্রমাণ দিয়ে বাপের সাজুন নয়তো চোর আছে এবার চুরি পরে ছুড়ি সাজুন মানাবে?
আমি ১৯৭৭ সাল থেকে জাম্যাতে আছি---আপনি বেশি জানলেন কেমনে?
তাই আপনার এটা তুহমত মাত্র। কারো ব্যক্তি আচরণকে জামায়াত বলে চালিয়ে দেয়া জুলিম এবং মহাপাপ।
((কিন্তু জামাতে ইসলামী মাওলানা মওদুদী এবং তাদের সংগঠনের সমালোচনা সহ্য করতে পারে না। সমালোচকদের তারা কঠোর ভাষায় আক্রমণ করে। সে আক্রমণ ঈমান এবং দৈহিক আক্রমণ পর্যন্ত পৌঁছে।)))আপনার এই কথাগুলোর উপযুক্ত প্রমাণসহ যুক্তিভিক্তিক আলোচনা নিয়ে আসেন, নইলে এগুলো সেই ম্যাই থেকে যাবে।
মন্তব্য করতে লগইন করুন