সাইকেল চালিয়ে ৯১তলা!

লিখেছেন লিখেছেন আবু আফনান ২৪ জুলাই, ২০১৩, ০৫:৪৭:০২ বিকাল



আবুধাবি: হোটেলটি আরব আমিরাতের দুবাইয়ে।। নাম রোজ রায়হান বাই রোটানা।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে তাই ভাবছিলেন, অন্য রকম কিছু একটা করবেন। আমন্ত্রণ জানালেন হার্বাকে। দর্শক হিসেবে আমন্ত্রণ জানানো হলো আরো ৫০ জন বিশেষ অতিথিকে। যাদের মধ্যে আছেন ম্যারাথন দৌড়ে বিশ্বরেকর্ডের মালিক ভাইলাট বার্নাড।

শুরু হলো প্রতিযোগিতা। সাইকেল নিয়ে ওপরে ওঠা শুরু করলেন। একের পর এক সিঁড়ি বেয়ে উঠছেন আর খুশিতে হাততালি দিচ্ছেন দর্শকরা। এভাবেই মরিয়া হার্বাকে তারা জোগাচ্ছিলেন উৎসাহ।

তবে বিপদ ঘটল ২৩ তলায় ওঠার পর। যান্ত্রিক গোলযোগ দেখা দিল লিফটে। তাতে হার্বার কোনো সমস্যা নেই। তারপরও সতর্কতা হিসেবে নিচে নামিয়ে আনা হলো ৩১ বছর বয়সী সাইক্লিস্টকে। বিস্তারিত দেখতে ক্লিক করুন

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File