আরেক প্রজন্ম যদি শাহাবাগীদের অনুসরণ করতে শুরু করে!

লিখেছেন লিখেছেন চন্দ্রাবতী ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫৬:৪৯ রাত



শাহাবাগী প্রজন্মরা যে ধরনের সংস্কৃতি চালু করল, যদি তাদের পথেই হাটতে শুরু করে অন্য প্রজন্মরা তখন পরিনিতি কি হবে। যেমন ধরুন- শাহাবাগীরা দাবী করল এসবি ব্লগ ব্যান করতে হবে, সরকার করে ফেলল, আমার দেশ, দিগন্ত টিভি, নয়া দিগন্ত.।.।.।ইত্যাদি বন্ধ করে দিতে হবে, ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা জ্বালীয়ে দেয়া হল, নয়া দিগন্ত পত্রিকায় আগুন দেয়া হল.।.।.।।

যদি কখনো গনেষ উলটে যায় আর সামহয়ার ইন ব্লগ, আমার ব্লগ ধর্ম বিদ্ষেবের কারনে বন্ধ করার দাবী উঠে, আগামী প্রজন্মরা যদি মার্কেন্তাইল ব্যাংক জ্বালীয়ে দেয়, প্রথম আলো, কালের কন্ঠ পত্রিকায় আগুন দেয় তখন কি হবে?

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File