জামায়াত তথা সাঈদী নিজামীরা কি সত্যিই ইসলামী দল বা নেতৃত্ব?
লিখেছেন লিখেছেন পদ্ম লোচন ১১ জানুয়ারি, ২০১৩, ১১:৪৪:১৬ রাত
জামায়াত তথা সাঈদী নিজামীরা কি সত্যিই ইসলামী দল বা নেতৃত্ব?
যদি তাই হত তাহলে তারা জেলে কেন?
দৌড়ের উপর কেন?
দেশ বরেণ্য পীর মাশায়েখগণ তাদের পক্ষ্যে কথা বলে না কেন? অন্তত মানবিক কারণে হলেও তো তাদের উপর যে যুলম হচ্ছে বলে তারা দাবী করছে তার প্রতিবাদ করতে পারে।
তাবলীগ জামায়াতের এত বড় দিনী কাফেলা ও মাহফিল থেকেই বা কেন ইসলামের দাবীদার জামায়াত নেতাদের ব্যাপারে কেউ মুখ খুলছে না?
জামায়াতী সম্পাদক আবুল আসাদ আর বাই চান্স সম্পাদক মাহমুদুর রহমানের ব্রেণচাইল্ড কাবাশরীফের ইমামের মানব বন্ধনের সংবাদ মিসক্যারেজ হল কেন?
বিশ্ব খ্যাত আলেম মতিউর রহমান সালাফি এবং সলফে সালেহিনদের উত্তরসূরী সৌদিআরবের সালাফী আলেমগণ যারা ফেইস বুকে পর্যন্ত ইসলামের পক্ষে ঝড় তুলে সেই তৌহীদবাদী এবং অন্যায় যুলমের প্রতিবাদী শায়খগণ নিরব কেন?
এতে কি এটাই প্রমাণ হয়না যে জামায়াত তথা সাঈদী নিজামী গং আসলে কোন ইসলামী ব্যক্তিত্ব না। এবং তারা সত্যিই অপরাধী বলে বিশ্বা বিখ্যাত আলেম গণ কেউ তাদের পক্ষে কথা বলছে না।
বিষয়: বিবিধ
২৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন