গল্প_বড়_ছেলের_বড়_মেয়েঃ১৪

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩৪:৩৪ দুপুর

#গল্প_বড়_ছেলের_বড়_মেয়েঃ১৪

আলালের পাঠান আংটিই পরিকে পরান হল কিন্তু তা আলালের নয় বরং দুলালের বৌ হিসেবে। যথা সময় বিবাহের কাজও সম্পন্ন হল। খুশির অতিসয্যে সবাই আলালকে ভুলে গেল। বিদেশ যাবার শুভ লগ্নে শুভ পরিণয়টাও যে হয়ে যাবে তা ছিল দুলালের চিন্তারও অতীত। যদিও সবার ভিতরে একটা গুমট ভাব, পরির মত সুন্দরি মেয়ের সাথে বাবা মায়ের মতে বিবাহ করতে পেরে দুলালকে সে আবহাওয়া স্পর্শ করেনি। সর্বপরি মৃত্যুর জন্য অপেক্ষমাণ মায়ের আশা পূরণ হয়েছে এটাই দুলালের পরম প্রাপ্তি।

এক মাস মধু চন্দ্রীমা শেষে মধ্য পৌষের শুভক্ষনে দুলালের ফ্লাইট হল। স্বল্প পরিচিত আলালকে বিদায় জানানর সময় পরির মনে যে ঝড় উঠেছিল আজ হৃদয়ের বান্ধব, জীবন সাথী স্বামীর চলে যাওয়ায়ও তেমন কোন প্রতিকৃয়া নাই। পরি যেন অনেকটা নির্বিকার! সেদিনকার প্রতিকৃয়া ছিল আনোন্দ বেদনার অতিসয্যে কিন্তু আজ যে শুধুই বেদনা। শুধু স্বামী চলে যাওয়ার বেদনাইনা বরং সেই প্রথম বারে বিমান বন্দরে স্বল্প পরিচিত আলালকে বিদায় জানানোর মধুর সৃতির বেদনাও। সব মিলিয়ে পরি আজ নির্বিকার।

আলালের প্রতিক্ষার পালা যেন শেষই হচ্ছিলনা। মায়ের সুস্থতার খবরের প্রতিক্ষা, দুলালের সিঙ্গাপুর যাওয়ার প্রতিক্ষা, পরিকে আংটিটা পরান হয়েছে কি না সেই প্রতিক্ষা। চিঠির জন্য আর কতদিন আলালকে অপেক্ষা করতে হবে আল্লাহু আলম।

এদিকে অনাকাঙ্খিত ভাবে দুলালের সাথে পরির বিবাহ হয়ে যাওয়া। আলালের মায়ের শেষ সময় ঘনিয়ে আসা। জয়নাল, জয়নালের বৌ ও পরির আশা ভঙ্গ হওয়া। সব মিলিয়ে আলালের কাছে চিঠিতে কি লেখা হবে সেই সিদ্ধান্তহীনতা। ফলে এক, দুই, তিন মাস পেরিয়ে গেলেও আলালের কাছে কেউ চিঠি লিখেনি কোন খবরও পাঠায়নি। প্রতিদিন চিঠির জন্য অপেক্ষা করতে করতে এক দিকে আলাল পাগল প্রায় অন্য দিকে আলালের মায়ের অবস্থাও দিন দিন অবনতির দিকে, ফলে পরির অনুরোধে জয়নালের বৌই সব জড়তা কাটিয়ে আলালের কাছে চিঠি লিখল।

স্নেহের আলাল,

আমাদের সালাম নিও,

জানি তুমি ভালো নাই কিন্তু নিজের অপরাধ বোধের কারণে এতদিন তোমাকে চিঠি লিখে সব খবর জানাতে পারিনি। ভাই আমার অপারগতার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে দুটো কথা লিখছি। জানি তুমি আমাদের ক্ষমা করবেনা কিন্তু সত্যিই তোমার ভাই এবং আমি প্রতিকুল প্রিস্থিতি এবং আমার বাবার কঠরতার কাছে পরাজিত হয়েছি। ফুফু আম্মার নাজুক শারিরীক অবস্থা, পুত্র বধূ দেখার আকাঙ্খা আর আমার বাবার এক কথার কারণে আমি এবং তোমার ভাই পরাজিত হয়েছি। তোমাকে মুখ দেখানোর যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি।

প্রিয় ভাই,

দুলাল সিঙ্গাপুর গিয়েছে আজ দুই মাস হল কিন্তু এখনও কোন চিঠি পত্র পাইনি, ফুফুর শারিরিক অবস্থা বেশী একটা ভালোনা, যত অসুবিধার মধ্যেই থাকনা কেন ফুফুকে দেখতে চাইলে যেভাবেই হোক এক সপ্তাহের জন্য হলেও যথা সম্ভব তারাতারি ছুটি নিয়ে দেশে চলে এস। আর হ্যাঁ তোমার পাঠান আংটি পরিকে দেয়া হয়েছে। এর চেয়ে বেশী কিছু লিখতে পারলাম না। তবে ভেব তোমার দেয়া আংটিটির আমি খেয়ানত করেছি। জমিনে ঘুরে বেড়ান পরির পরিবর্তে ডানা মেলে আকাশে উড়ে যাওয়া পরির হাতে পরিয়ে দিয়েছি, হ্যা সে অবশ্যই আমাদের পরি, তোমাদের পরি তবে তোমার পরি নয়।

সব শেষে আবারও ক্ষমা চেয়ে আজকের মত এখানে শেষ করছি।

আল্লাহ্‌ হাফেজ

তোমার পরাজিত ভাই ও ভাবি।

ভাবির চিঠি পড়ে আলাল বেদনায় নীল হয়ে গেল। যে চিঠির অপেক্ষায় আলাল এতটা প্রেশান ছিল সে চিঠি আলালের প্রেশানি প্রশমিত না করে বরং আরও বাড়িয়ে দিল। খুশির খবর হল দুলালের সিঙ্গাপুরে যাওয়া কিন্তু দুই মাস হলেও কোন খবর না পাওয়াও চিন্তার বিষয় আর মায়ের কথা ভাবতেই আলালের হৃদয়টা দুমরেমুচড়ে উঠল। মায়ের এমন সংবাদ শোনার পরে আলালের আর পরির কথা ভাবতেও মন চায়নি কিন্তু ভাবি খোলাসা করে কিছু না লিখে যে হেয়ালি করেছে তা আলালের ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে।

মায়ের অবস্থা যে ভালোনা তা আলাল ভালো করেই বুঝতে পেরেছ। কয়েকদিন যাবৎ দুঃস্বপ্ন দেখে দেখে আলাল অস্থির হয়ে গেছে। মাথায় দশ হাজার রিয়াল দেনার বোঝা। গত দুইমাস কোন বেতন পায়নি। অফিস থেকে যে দুই মাসের অগ্রিম বেতন নিয়েছিল তা কোম্পানী কেটে নিয়েছে। বন্ধুবান্ধবদের দেনা পরিশোধ চলতি মাস থেকে শুরু হবে। দুলাল যখন সিঙ্গাপুরে গিয়ে পৌছেছে তখন ও হয়ত সংসারে টাকা পয়সা দিবে আর আলাল ধিরে ধিরে দেনা পরিশোধ করে ছুটিতে যাবে কিন্তু মায়ের খবর শুনে সব কিছুই যেন এলোমেল হয়ে গেল। চার বছরের ছুটি বাতিল হয়ে গেছে। দুই বছর পুরা হতে এখনও এক বছর বাকী এমতাবস্থায় ছুটির দরখস্তও মঞ্জুর হবেনা। আলাল যেন কোন কিছু ভাবতেই পারছেনা। শেষ পর্যন্ত আলাল তাদের অফিসে কর্মরত বাংলাদেশী এক ভাই এর স্মরনাপন্ন হল। এবারই প্রথম নয়, এর আগেও আলাল বিভিন্ন সময় তার পরামর্শ্ব নিয়েছে এবং সুফলও পেয়েছে।

বিষয়: সাহিত্য

৭৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384750
০৪ ফেব্রুয়ারি ২০১৮ দুপুর ০৩:০২
আবু নাইম লিখেছেন : খুবই কষ্ট দিলেন পরিস্থিতির চাপে ফেলে.......
তবে কিস্তিগুলো দিতে এত দেরী করেন কেন....
দেরী তো করেনই তা আবার সুদে আসলে তো দুরের কথা আসলটাই উসল হচ্ছে না.........
০৭ ফেব্রুয়ারি ২০১৮ দুপুর ১২:৪৮
317332
আবু জারীর লিখেছেন : সময়ের স্বল্পতা, কাজের ব্যস্ততা।
দুঃখিত ভাই।
শুরু থেকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File