বাকশালী আঁন্ধার
লিখেছেন লিখেছেন আবু জারীর ২১ মার্চ, ২০১৩, ১২:৪৩:৩৯ দুপুর
সাগর রুণীর হত্যাকারী
সেই সে কালো ভুত
নারায়নগঞ্জে কেড়ে নিল
আর এক মায়ের পুত।
সাগর গেল রুণী গেল
বিদায় হল ত্বকী
এর পরে কার পালা
কার খবর কে রাখি?
সত্য মত সত্যের পথ
সহ্য ওদের নয়
সত্যের সন্ধান নাপেলে ওরা
নিজেদের ঘার মটকায়!
আলো খেক কালো ওরা
আন্ধারের দালাল
রাতের আঁধারে নকশাল/কাকশাল
দিনে ডিজিটাল।
সময় থাকতে হও হুশিয়ার
সত্যের সহ যাত্রী
বেলা এখন ডুবু ডুবু
একটু পরেই রাত্রী।
সময় থাকতে না পৌছুলে
সত্যের বন্দরে
রাত্রী নামলে গিলে খাবে
বাকশালী আন্ধারে।
বিষয়: সাহিত্য
১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন