দেখা হয়নি দুইপা ফেলিয়া!
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৯ নভেম্বর, ২০১৭, ১২:৩৫:৪৮ রাত
দেখা হয়নি দুইপা ফেলিয়া, অথচ বিগত ছয় মাস যাবৎ লোহিত সাগরের কোল ঘেঁষে প্রত্যহ অফিসে যাতায়াত করছি!
ইচ্ছা যে একেবারেই হয়নি তা নয়? সব সময় কোষ্ট গার্ড শতর্ক দৃষ্টি রাখে, তাই সাহসের অভাবে পা ফেলা হয়নি।
আজ অফিস থেকে ফেরার পথে দেখি কোষ্ট গার্ডের কেউ নাই, তাই সাহস করে চটপট গাড়ি রেখে ঝটপট নেমে পরলাম এবং আমি যে বেজায় সাহসি তার প্রমাণ আবারও দিলাম।
বিষয়: বিবিধ
৭৭৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য
বীচ এ কি লোকজনের সমাগম থাকে না বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে যেমন থাকে ?
আরে ভাই আছেন নাকি???
কেমন আছেন???
আছি ভাই এবং ভালো আছি। আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ ভাই।
মন্তব্য করতে লগইন করুন