দেখা হয়নি দুইপা ফেলিয়া!

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৯ নভেম্বর, ২০১৭, ১২:৩৫:৪৮ রাত




দেখা হয়নি দুইপা ফেলিয়া, অথচ বিগত ছয় মাস যাবৎ লোহিত সাগরের কোল ঘেঁষে প্রত্যহ অফিসে যাতায়াত করছি!

ইচ্ছা যে একেবারেই হয়নি তা নয়? সব সময় কোষ্ট গার্ড শতর্ক দৃষ্টি রাখে, তাই সাহসের অভাবে পা ফেলা হয়নি।

আজ অফিস থেকে ফেরার পথে দেখি কোষ্ট গার্ডের কেউ নাই, তাই সাহস করে চটপট গাড়ি রেখে ঝটপট নেমে পরলাম এবং আমি যে বেজায় সাহসি তার প্রমাণ আবারও দিলাম।

বিষয়: বিবিধ

৭৭৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384454
১৯ নভেম্বর ২০১৭ রাত ১২:৪৮
আবু জারীর লিখেছেন :
384456
১৯ নভেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:০৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা....
ধন্যবাদ আপনাকে সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য
২০ নভেম্বর ২০১৭ দুপুর ০১:১৯
317110
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আমার সাহসের তারিফ করার জন্য।
384461
১৯ নভেম্বর ২০১৭ রাত ০৮:৪৫
হতভাগা লিখেছেন : আল্লাহর নির্দেশে এই লোহিত সাগরকেই কি মুসা (আঃ) লাঠির দ্বারা দু ভাগ হয়েছিল ? হজে সৌদিতে নামার সময় জেদ্দা বিমান বন্দরের একেবারে গা ঘেঁষে মনে হয় এই লোহিত সাগর ।

বীচ এ কি লোকজনের সমাগম থাকে না বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে যেমন থাকে ?
২০ নভেম্বর ২০১৭ দুপুর ০১:২২
317111
আবু জারীর লিখেছেন : এই এরিয়াটা রেস্ট্রিক্টেড। এটা মূলত কোস্টগার্ডের জন্য সংরক্ষিত এলাকা। তাদের জন্য এখানে হাউজিং প্রজেক্ট করা হচ্ছে আর আমি সেই প্রজেক্ট কণ্টাক্টরের অফিসে মশা মারা কেরাণির কাজ করি। তাছাড়া এই এলাকাটা ডেঞ্জারাস জোনও বটে।
384463
১৯ নভেম্বর ২০১৭ রাত ০৮:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Surprised Surprised নিষেধ কেন?
২০ নভেম্বর ২০১৭ দুপুর ০১:২২
317112
আবু জারীর লিখেছেন : এই এরিয়াটা রেস্ট্রিক্টেড। এটা মূলত কোস্টগার্ডের জন্য সংরক্ষিত এলাকা।তাছাড়া এই এলাকাটা ডেঞ্জারাস জোনও বটে।
384486
২৩ নভেম্বর ২০১৭ রাত ০৯:৫৪
নিমু মাহবুব লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগল,ধন্যবাদ।

আরে ভাই আছেন নাকি???
কেমন আছেন???
২৫ নভেম্বর ২০১৭ দুপুর ১২:৪০
317140
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম।
আছি ভাই এবং ভালো আছি। আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ ভাই।
384491
২৪ নভেম্বর ২০১৭ সকাল ০৬:৩৩
রাইয়ান লিখেছেন : আসলেই আপনি সাহসী , দুলাভাই ! Applause
২৫ নভেম্বর ২০১৭ দুপুর ১২:৪১
317141
আবু জারীর লিখেছেন : অন্য কেউ জানুক বা না জানুক আমি জানি যে কতটা সাহসী? সবাইকে জানাতে হবেনা? তাই নিজের ঢোল নিজে পিটাই। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File