শত্রু মিত্র চেনার জন্য কুর'আনই যথেষ্ট
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৬ নভেম্বর, ২০১৭, ০১:৩০:২৮ দুপুর
আহলে হাদীসের ভাইয়েরা জোড় দিয়ে যে কথা বলে তাহল, 'মাজহাব মানিনা কুর'আন হাদিস আছেনা'?
আসলেইত তাই।
তবে আমরা মনে করি ফুকাহাগণের যেসব ফতোয়া কুর'আন হাদীসের সাথে মিলে যায় তা পালন যোগ্য আর তারা সহ এ যুগের মুফতি শায়খগ্ণের যেসব ফতোয়া কুর'আন হাদীসের বিরুদ্ধে যায় তা পালনের অযোগ্য।
তাহলে আসুন এবার মিলিয়ে দেখি কুর'আন কি বলেঃ
﴿لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا ۖ وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِّلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ﴾
সূরা মায়েদাঃ৮২) ঈমানদারদের সাথে শত্রুতার ক্ষেত্রে তুমি ইহুদী ও মুশরিকদের পাবে সবচেয়ে বেশী উগ্র৷ আর ঈমানদারদের সাথে বন্ধুত্বের ব্যাপারে নিকটতম পাবে তাদেরকে যারা বলেছিল আমরা আল্লাহর সাহায্যকারী ৷ এর কারণ হচ্ছে তাদের মধ্যে ইবাদাতকারী আলেম, সংসার বিরাগী দরবেশ পাওয়া যায়, আর তাদের মধ্যে আত্মগরিমা নেই৷
আমাদের জমি জিরাত যারা ছিনিয়ে নেয়, আমাদের নারী শিশু বৃদ্ধদের যারা হত্য করে। আমাদের ব্যবসা বানিজ্য যারা ধ্বংস করে, আমাদেরকে যারা নিজেদের ভিটেমাটি থেকে বহিষ্কার করে তারা কি আমাদের বন্ধু? তাদের ব্যাপারে কি আমরা চুপ করে বসে থাকতে পারি? তাদের বিরুদ্ধে রুখে দাড়ানো কি আমাদের জন্য ফরয নয়?
আল্লাহ রব্বুল আলামিন সূরা নেসার ৭৫-৭৬ নং আয়াতে যা বলেছেন এবার আসুন জেনে নেই তার সাথে যাদের কাজ মিলে যায় তারা কি সন্ত্রাসী না কি আল্লাহর পথে লাড়াইকারী মুজাহীদ?
﴿وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا﴾
৭৫) তোমাদের কী হলো, তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না, যারা দুর্বলতার কারণে নির্যাতীত হচ্ছে ? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব ! এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের কোন বন্ধু , অভিভাবক ও সাহায্যকারী তৈরী করে দাও৷
﴿الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ ۖ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ ۖ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا﴾
৭৬) যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা লড়াই করে তাগুতের সাথে ৷ কাজেই শয়তানের সহযোগীদের সাথে লড়ো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল৷
বিষয়: বিবিধ
৮২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন