হরতাল কিয়ামত পর্যন্ত হারাম!
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৫ অক্টোবর, ২০১৭, ০১:২০:০৯ রাত
হজ্জের সময় হারম শরীফের চতুর্দিকের রাস্তা সাধারন মানুষের চলালের জন্য বন্ধ করে দেয়া হয়। আর এখনতো সাধারণ যাত্রীদেরর মক্কার হদুদের ভিতরেই ঢুকতে দেয়া হয়না তা হদুদের ভিতরে যত গুরুত্বপূর্ণ কাজই থাকুকনা কেন?
বিনা ভিসায় একদেশের লোকদের অন্য দেশে প্রবেশের রাস্তায় বাঁধা দেয়া তা উভয় দেশের সরকার এবং জনগণ মুসলিম হওয়ার পরেও।
সড়কের উপর দিয়ে রেল লাইন থাকলে রেল আসার সময় হলে রাস্তা বন্ধ করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
আশা করি বুঝতে পেরেছেন নিশ্চয়ই রাস্তা বন্ধের যৌক্তিক কারণ আছে বলেই রাস্তা বন্ধ করা হয়েছে।
হ্যা বিনা কারণে বা গায়ের জোড়ে যদি এমনটা কেউ করে তাহলে নিশ্চয় সে অন্যায় করেছে। এমন অন্যায়ের অনুমতি সরকার তথা সমাজ কাউকে দেয়না।
প্রতিবাদের ভাষা হিসেবে সরকার হরতাল ও অবরোধের অনুমতি দেয় এবং বিশ্বব্যাপি এ অধিকার স্বীকৃত।
না বুঝে ফতোয়া দেয়া এবং মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা আহাম্মকদেরই সাজে।
আল্লাহ আমাদের সব ধরণের আহাম্মকি থেকে হেফাজত করুন। আমিন।
বিষয়: রাজনীতি
৮১০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১৯৯৬-২০০১ এও আমরা এরকম ঘোষণা শুনেছিলাম।
যারা হরতালকে হারাম মনে করে তাদের উচিৎ সরকারকে বাধ্য করা যাতে এমন হারামের আরাম কেউ ভোগ করতে না পারে।
মন্তব্য করতে লগইন করুন